শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

রামমন্দিরের আসনে পিছিয়ে বিজেপির প্রার্থী

by ঢাকাবার্তা
পাখির চোখে রামমন্দির

ঢাকাবার্তা ডেস্ক ।। 

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ফৈজাবাদ আসনে পিছিয়ে আছেন বিজেপির প্রার্থী লাল্লু সিং। এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ।

উত্তর প্রদেশের ফৈজাবাদে রামমন্দির অবস্থিত। ২০১৮ সালে ফৈজাবাদ জেলার নতুন নামকরণ করা হয় অযোধ্যা। তবে লোকসভার এই আসনটিকে এখনো ফৈজাবাদ বলা হয়।

লোকসভা নির্বাচনের মাস কয়েক আগে চলতি বছরের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন।

অনুষ্ঠানটি ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এ ছাড়া বিভিন্ন মন্দিরের পাশাপাশি বিজেপির কার্যালয়গুলোয় বড় পর্দায় এই অনুষ্ঠান দেখানো হয়েছিল।

তখন দেশটির বিরোধীরা বলেছিলেন, রামমন্দির উদ্বোধনের নামে যা হচ্ছে, তা ধর্ম নয়, বরং পুরোটাই রাজনীতি।

বিজেপি রাজ্যে নির্বাচনী প্রচারে বারবার অযোধ্যার রামমন্দিরের প্রসঙ্গ উল্লেখ করে ভোট টানার চেষ্টা করেছিল।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net