বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

রাশমিকার অশ্লীল ভিডিও ভাইরাল, ক্ষোভ ঝাড়লেন অমিতাভ

সোশ্যাল মিডিয়ায় তার একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে; যা নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়

by ঢাকাবার্তা ডেস্ক
রাশমিকার অশ্লীল ভিডিও ভাইরাল, ক্ষোভ ঝাড়লেন অমিতাভ

বিনোদন ডেস্ক।।

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করেছেন। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে; যা নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। এবার বিষয়টি নিয়ে সরব হলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

মূলত, ভারতীয় এক সাংবাদিক ভিডিওটিতার টুইটারে (এক্স) পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘ডিফেক ভিডিওর বিরুদ্ধে ভারতে আইন ও নিয়ন্ত্রণ কাঠামো করা জরুরি। আপনারা ইনস্টাগ্রামে অভিনেত্রী রাশমিকার এই ভাইরাল ভিডিও দেখেছেন। কিন্তু এটি ফেক ভিডিও। জারা প্যাটেলের বডিতে রাশমিকার মুখ বসানো হয়েছে।’

সাংবাদিকের এই টুইট শেয়ার করেছেন রাশমিকার সহশিল্পী অমিতাভ বচ্চন। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, এ বিষয়ে কঠিনভাবে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।’ রাশমিকার এ ভিডিও নিয়ে জোর চর্চা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি। অমিতাভের টুইটের বিপরীতেও কোনো মন্তব্য পাওয়া যায়নি তার।

 

আরও পড়ুন: বক্স অফিসে ফের ব্যর্থ কঙ্গনা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net