বিদেশ ডেস্ক।।
রাশিয়ার পাঁচশ’র বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণ আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীর আগমুহূর্তে নিষেধাজ্ঞাগুলো দেওয়া হলো। এছাড়া পুতিনের সমালোচক ও বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় জড়িতরাও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই নিষেধাজ্ঞাগুলো নাভালনির কারাবাস এবং রাশিয়ায় যুদ্ধাস্ত্র সরবরাহের সাথে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে দেওয়া হয়েছে। তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো নিশ্চিত করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিদেশে আগ্রাসন এবং দেশে নিপীড়নের জন্য আরও বেশি মূল্য দিতে হবে। পাশাপাশি প্রায় একশ সংস্থা বা ব্যক্তির ওপর রফতানি নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।