৫৬
খেলা ডেস্ক।।
বেশ চাপেই ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএল ফাইনালে ১৬তম ওভারে একশ ছোঁয়া দলটি শেষ পর্যন্ত ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়লো আন্দ্রে রাসেলের ক্যামিও ইনিংসে ভর করে। ৬ উইকেট হারিয়ে তারা ফরচুন বরিশালকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে। পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একশ রানের আগেই পড়ে যায় তাদের পাঁচ উইকেট। ৭৯ রানে মঈন আলী পঞ্চম ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার পরও রাসেলকে ড্রেসিংরুমে বসে থাকতে দেখা ছিল বিস্ময়কর। অবশেষে ১৭তম ওভারে ইনিংসের সর্বোচ্চ ৩৬ রানের জুটি ভেঙে গেলো। মাহিদুল ইসলাম অঙ্কন ৩৫ বলে ৩৮ রান করে সাইফউদ্দিনের কাছে বোল্ড হলেন।