রবিবার, নভেম্বর ৩, ২০২৪

রোনালদোহীন আল নাসরের কাছে ৬ গোলে বিধ্বস্ত মেসির মায়ামি

লিওনেল মেসিও শুরুর একাদশে না থাকায় ম্যাচটার আবেদন কমে যায় অনেকটা। কাতার বিশ্বকাপ জয়ী শেষ দিকে বদলি হয়ে নামেন যদিও।

by ঢাকাবার্তা ডেস্ক
রোনালদোহীন আল নাসরের কাছে ৬ গোলে বিধ্বস্ত মেসির মায়ামি

খেলা ডেস্ক।।

ক্রিশ্চিয়ানো রোনালদো আগেই ছিটকে গেছেন। লিওনেল মেসিও শুরুর একাদশে না থাকায় ম্যাচটার আবেদন কমে যায় অনেকটা। কাতার বিশ্বকাপ জয়ী শেষ দিকে বদলি হয়ে নামেন যদিও। কিন্তু ততক্ষণে মায়ামিকে বিধ্বস্ত করে দিয়েছে আল নাসর। একপেশে প্রীতি ম্যাচে সৌদি ক্লাবটির কাছে ৬-০ গোলে হেরেছে মেসিরা।

অনেকের মতে দুই মহাতারকার শেষ ফুটবল দ্বৈরথ ভাবা হচ্ছিল এই ম্যাচ। রোনালদো না থাকায় সব কিছু ভেস্তে গেছে। ম্যাচের সময় জানা যায়, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডও। অথচ বিশ্বকাপজয়ী অধিনায়ককে এক ঝলক দেখার জন্য আগ্রহ ছিল অনেকের। শুরুর একাদশে মেসি না থাকলেও সেখানে ছিলেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা ও সের্হিও বুসকেৎজরা। এর পরেও ১২ মিনিটে ৩ গোল হজম করে মায়ামি। এই অবস্থা থেকে তারা আর দলকে টেনে তুলতে পারেননি। তৃতীয় মিনিটে সৌদি ক্লাবটির হয়ে গোল করেন ওতাভিও। সাত মিনিট পর ব্যবধান বাড়ান তালিসকা। ১২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন আইমেরিক লেপোর্তে। তালিসকা তার পর হ্যাটট্রিক করেন ৫১ ও ৭৩ মিনিটের গোলে। মাঝে মোহাম্মদ মারান ৬৮ করেন আরও একটি। মেসি ৮৩ মিনিটে বদলি হয়ে নামেন ঠিকই। ততক্ষণে ম্যাচটা তাদের হাতছাড়া হয়ে গেছে।

সর্বশেষ সোমবার আল হিলালের বিপক্ষে ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোলের পর শেষ দিকে দুই মিনিট আগে মেসি বদলি হয়ে মাঠ ছাড়েন। ওই ম্যাচটা ৪-৩ গোলে হেরেছে মায়ামি। এর ফলে মেজর লিগ সকারের ক্লাবটি প্রাক মৌসুম সফরে জয়হীন থাকলো ৪ ম্যাচ।

 

আরও পড়ুন: ১ মিনিটের বিজ্ঞাপনে মেসির আয় ১৫৩ কোটি টাকা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net