খেলা ডেস্ক।।
এক দশকেরও বেশি সময় ধরে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। দলকে জিতিয়েছেন পাঁচটি আইপিএল ট্রফি। রোহিত অধ্যায়ের ইতি টেনে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করেছে মুম্বাই। ভারতীয় ওপেনারের জনপ্রিয়তা কতটা ছিল, সেটা বোঝা গেলো ঘণ্টাখানেকের মধ্যে। হার্দিককে নতুন অধিনায়ক করার এক ঘণ্টার মধ্যে টুইটারে ৪ লাখ ফলোয়ার হারিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। টুইটারে মুম্বাইয়ের ফলোয়ার ৮৬ লাখ থেকে কমে ৮২ লাখে নামে।
২০১৩ সাল থেকে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে তিনি ১৬৩ ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৯১ ম্যাচ, চারটি টাই ও হার ৬৮টিতে। তার অধিনায়কত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে ফাইনাল খেলে সবগুলোতে জেতে মুম্বাই। সবশেষ আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের কাছে হেরে বিদায় নেয় তার দল। গুজরাট টাইটান্সকে প্রথমবারেই আইপিএল শিরোপা জেতান হার্দিক। গত আসরেও তার নেতৃত্বে ফাইনাল খেলেছিল দলটি। ২০২৪ সালের আইপিএলে দল পাল্টে পুরোনো ঠিকানায় ফিরেছেন ভারতীয় অলরাউন্ডার। মুম্বাই তাকে শেষ মুহূর্তে দলে টানে। তারপর থেকেই গুঞ্জন ওঠে, রোহিত তার কাছে অধিনায়কত্ব হারাচ্ছেন। হলোও তাই।
আরও পড়ুন: রোহিতের জায়গায় মুম্বাইয়ের নতুন অধিনায়ক হার্দিক