খেলা ডেস্ক ।। এক দিন পরই ওয়ানডে বিশ্বকাপ। এর আগে আজ আইসিসি তাদের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। তাতে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর অলরাউন্ডারদের শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান।
আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকাই যে বিশ্বকাপে পারফরম্যান্সের নিশ্চয়তা, এমনটা নয়। তবে আইসিসি র্যাঙ্কিংয়ের ভালো অবস্থান ক্রিকেটারদের বিশ্বকাপে ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করতে পারে। ওয়ানডে বোলারদের শীর্ষে থাকা সিরাজ শীর্ষে উঠেছিলেন এশিয়া কাপের পরই। এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার ওপর সেদিন রীতিমতো ‘তাণ্ডব’ চালিয়েছিলেন সিরাজ।
১ ওভারে ৪টিসহ ৬ উইকেট নিয়েছিলেন ২১ রানে। শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অলআউট করে ভারত যে শেষ পর্যন্ত ১০ উইকেটের জয়ে এশিয়া কাপের ট্রফি হাতে তোলে, তাতে মূল অবদান ডানহাতি এই পেসারেরই।
এমন দুর্দান্ত বোলিংয়ে ৮ ধাপ এগিয়ে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছিলেন সিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের শেষ ম্যাচে খুব একটা ভালো করতে না পারায় ১১ রেটিং পয়েন্ট কমে যায় তাঁর। এরপরও বিশ্বকাপে সিরাজ পা রাখছেন ১ নম্বর বোলার হিসেবে।
তবে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন আরেক পেসার জশ হ্যাজলউড। দুজনেরই রেটিং পয়েন্ট সমান ৬৬৯। তাই বিশ্বকাপে আগামী রোববার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেই নিষ্পত্তি হতে পারে ওয়ানডে বোলারদের শীর্ষ স্থান।
শীর্ষ পাঁচে থাকা বাকি তিন বোলার হলেন মুজিব উর রেহমান (৩), রশিদ খান (৪) ও ট্রেন্ট বোল্ট (৫)। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে, দুই ধাপ পিছিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
ব্যাট হাতে নিজেকে ফিরে পাওয়া ওয়ার্নার দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন চারে। সমান ৭২৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ার্নারের সঙ্গে চারে আছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। আইরিশরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় টেক্টর লম্বা সময় খেলার বাইরে থাকবেন। সে কারণে তাঁর পিছিয়ে পড়ার সম্ভাবনা বেশি।
ব্যাটসম্যানদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বাবরের রেটিং পয়েন্ট ৮৫৭। দুইয়ে থাকা শুবমান গিলের পয়েন্ট ৮৩৯। শীর্ষ পাঁচের অন্য দুজন দক্ষিণ আফ্রিকার রেসি ফন ডার ডুসেন (৭৪৩ পয়েন্ট) ও পাকিস্তানের ইমাম–উল–হক (৭২৮ পয়েন্ট)।
বাংলাদেশ অধিনায়ক সাকিব দীর্ঘদিন ধরে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন। তাঁর রেটিং পয়েন্ট ৩৪৯। দুইয়ে থাকা মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ৩০২।