শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

লঙ্কানদের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন মেন্ডিস

মেন্ডিসের দ্রুততম সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন সাদিরা সামারাবিক্রমাও

by ঢাকাবার্তা ডেস্ক
লঙ্কানদের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন মেন্ডিস

ইমাম উল হকের একটি ভুল রেকর্ড গড়ার মঞ্চ গড়ে দিয়েছে কুশল মেন্ডিসকে। ইমামের ক্যাচ মিসের পর বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মেন্ডিস। বিশ্বকাপে শ্রীলঙ্কার কোনও ব্যাটারের এমন ইনিংস আগে ছিল না।

লঙ্কান এই ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন সাদিরা সামারাবিক্রমাও। দুজনের সেঞ্চুরির দিনে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে ৩৪৪ রানের বিশাল স্কোরবোর্ড পেয়েছে লঙ্কান দল। যা আবার বিশ্বকাপে লঙ্কান দলের জন্য একটি রেকর্ড। বৈশ্বিক টুর্নামেন্টে দুটি দলের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর পেলেও কখনও আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সেটি ছিল না। এবার সেটি তারা করে দেখালো।

হায়দরাবাদে টস জিতে শুরুতে লঙ্কান দল ব্যাটিং করেছে। শুরুটাও ভালো ছিল না। ৫ রানে পড়ে প্রথম উইকেট। তার পর পাথুম নিসাঙ্কা-কুশল মেন্ডিসের ১০২ রানের জুটি ধাক্কা সামলেছে। নিসাঙ্কা ৫১ রানে আউট হলে বিস্ফোরক ব্যাটিংয়ে ঝড় বইয়ে দেন মেন্ডিস। ৬৫ বলে তুলে নেন সেঞ্চুরি। সামারাবিক্রমার সঙ্গে মিলে উপহার দেন ১১১ রানের জুটিও। মেন্ডিস শেষ পর্যন্ত ৭৭ বলে ১৪ চার ও ৬ ছক্কায় ১২২ রানে আউট হয়েছেন। তার পর ইনিংস মেরামত করেছেন সামারাবিক্রমা। ৮৯ বলে ১০৮ রানে আউট হওয়ার আগে ধনাঞ্জয়ার সঙ্গে যোগ করেছেন ৬৫ রান। সামারাবিক্রমার ব্যাটেই তিনশ ছাড়ায় শ্রীলঙ্কার স্কোর। তিনি দলের ৩৩৫ রানের সময় আউট হয়েছেন।

পাকিস্তানের হয়ে ৭১ রানে ৪ উইকেট শিকার করেছেন হাসান আলী। ৬৪ রানে দুটি নেন হারিস রউফ। একটি করে নিয়েছেন শাহীন, মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান।

আরও পড়ুনঃ ১৩৭ রানে হেরে সাকিব বললেন, ‘ভেঙে পড়লে চলবে না’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net