বিদেশ ডেস্ক।।
২০২৩ সালে লাতিন আমেরিকায় অন্তত ১২৬ জন অ্যাক্টিভিস্ট নিহত হয়েছেন। তারা মূলত মানবাধিকার এবং পরিবেশ কর্মী। তাদের মধ্যে বছরের শেষ তিন মাসে নিহত হয়েছেন ৫৪ জন। মঙ্গলবার (৫ মার্চ) এই তথ্য জানিয়েছে ইন্টার-আমেরিকান কোর্ট অব হিউম্যান রাইটস (আইএসিএইচআর)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ওয়াশিংটন-ভিত্তিক অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটের একটি স্বায়ত্তশাসিত সংস্থা আইএসিএইচআর। এই অঞ্চলে অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে ‘সহিংসতার উচ্চহার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
একটি বিবৃতিতে আইএসিএইচআর বলেছে, ‘আগের বছরগুলোর মতো গত বছরও জমি এবং পরিবেশ রক্ষা নিয়ে কাজ করা অ্যাক্টিভিস্টরা সহিংসতার শিকার হয়েছেন। একইসঙ্গে আদিবাসী গোষ্ঠী এবং আফ্রিকান বংশোদ্ভূত সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটেছে। ’
আরও পড়ুন: ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে প্রথমবার ট্রাম্পকে হারালেন নিকি