বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

লিবিয়ায় সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে রাশিয়া

এদিকে রাশিয়া-লিবিয়ার এমন চুক্তি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র

by ঢাকাবার্তা ডেস্ক
লিবিয়ায় সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে রাশিয়া

বিদেশ ডেস্ক।।

লিবিয়ায় সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছি রাশিয়া। সম্প্রতি ব্লুমবার্গের এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। আর এ নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। রিপোর্ট বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং লিবিয়ার খলিফা হাফতারের মধ্যে এরইমধ্যে আলোচনা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। গত সেপ্টেম্বর মাসে এ নিয়ে দর কষাকষি শুরু হয়েছিল। হাফতার এখন লিবিয়ার পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছেন।

ব্লুমবার্গ জানিয়েছে, লিবিয়ার শহর তবরুকে নিজেদের যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। এতে ভূমধ্যসাগরে রাশিয়ার প্রভাব আরও বৃদ্ধি পাবে। এর জন্য হাফতার পাবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তার প্রচুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল প্রয়োজন। এছাড়া রাশিয়া লিবিয়ার বিমান বাহিনীর পাইলট ও স্পেশাল ফোর্সকে প্রশিক্ষণও দেবে।

এদিকে রাশিয়া-লিবিয়ার এমন চুক্তি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।

ব্লুমবার্গকে জনাথান উইনার নামের এক সাবেক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র রাশিয়ার এই প্রভাব বিস্তারের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। তিনি নিজে দীর্ঘদিন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে কাজ করেছেন।

 

আরও পড়ুন: যুদ্ধ শেষে গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net