শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

লোটাস কামাল ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

by ঢাকাবার্তা
মুস্তাফা কামাল, কাশমিরি কামাল, কাশফি কামাল ও নাফিসা কামাল

স্টাফ রিপোর্টার ।।

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), তার স্ত্রী কাশমিরী কামাল, মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা মোহা. নুরুল হুদা আদালতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী ও কন্যাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান রয়েছে।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দুদক জানায়, আসামিরা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা জরুরি বলে আদালতে জানানো হয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net