শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

লোহিত সাগরে মার্কিন জাহাজের নাবিকদের উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী

এদিকে বুধবার রাতে জেনকো পিকার্ডি জাহাজে হামলার পর ১৪টি হুথি ক্ষেপণাস্ত্রের উপর পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

by ঢাকাবার্তা ডেস্ক
লোহিত সাগরে মার্কিন জাহাজের নাবিকদের উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী

বিদেশ ডেস্ক।।

লোহিত সাগরে মার্কিন মালিকানাধীন জেনকো পিকার্ডি জাহাজের নাবিকদের উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেনকো পিকার্ডি জাহাজে হুথিদের হামলার পর আটকে পড়া ভারতীয় নয়জন নাবিকসহ ২২ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার রাতে মার্কিন জেনকো পিকার্ডি জাহাজে হামলার পর আটকে থাকা নাবিককে উদ্ধার করার পর ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, জাহাজে থাকা নাবিকদের সবাই নিরাপদে আছেন। তাছাড়া জাহাজের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ইয়েমেনের একটি হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে একমুখী হামলার ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এই হামলা এডেন উপসাগরে মার্কিন মালিকানাধীন এবং পরিচালিত এম/ভি জেনকো পিকার্ডিতে মার্শাল দ্বীপপুঞ্জ-পতাকাবাহী একটি জাহাজে আঘাত হানে।

এদিকে বুধবার রাতে জেনকো পিকার্ডি জাহাজে হামলার পর ১৪টি হুথি ক্ষেপণাস্ত্রের উপর পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

 

আরও পড়ুন: ইরানে পাকিস্তানের পাল্টা হামলায় ৯ জন নিহত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net