খেলা ডেস্ক।।
আবারও সেঞ্চুরি ও টার্গেট একই বিন্দুতে মিলেছিল। শেষ দিকে ব্যবধান কমে ভারতের লক্ষ্য ছিল ৫ রানের, আর বিরাট কোহলির সেঞ্চুরি করতেও লাগতো সমান রান। কিন্তু ম্যাট হেনরির চতুর্থ বলে ফ্লিক করে মিডউইকেটে গ্লেন ফিলিপসের ক্যাচ হলেন। সেঞ্চুরি করে কোহলির উদযাপনের দৃশ্য দেখার রোমাঞ্চকর অপেক্ষার অবসান ঘটলো আক্ষেপে। শচীন টেন্ডুলকারকে ছোঁয়া হলো না ডানহাতি ব্যাটারের। তবে দল ৪ উইকেটের জয় পেয়েছে ১২ বল হাতে রেখে।
চলতি বিশ্বকাপে আবারও ব্যাটিং শক্তি দেখালো ভারত। আরেকবার মন্ত্রমুগ্ধ ব্যাটিংয়ে ধর্মশালায় দেশের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন বিরাট কোহলি। নির্ভার ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের চার ম্যাচের জয়যাত্রা থামাতে বড় ভূমিকা রাখলেন ডানহাতি ব্যাটার, তাতে অব্যাহত থাকলো ভারতের সাফল্য। পাঁচ ম্যাচের সবগুলোই জিতেছে স্বাগতিকরা।
ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্রর ব্যাটে বড় স্কোরের ভিত গড়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ডেথ ওভারে ৫৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে প্রত্যাশিত স্কোর করতে পারেনি নিউজিল্যান্ড। যদিও তাদের ২৭৩ রানের সংগ্রহকে চ্যালেঞ্জিং মনে হচ্ছিল।
কিন্তু রোহিত শর্মা ও শুবমান গিলের জুটি সাবলীল ব্যাটিংয়ে ভারতকে দারুণ শুরু এনে দেন। পাওয়ার প্লের ১০ ওভারে তারা ৬৩ রান তুলে ফেলেন। ১৬তম ওভারেই স্কোর একশ হয়ে যায়। যদিও তার আগেই লকি ফার্গুসন জোড়া আঘাতে ভারতকে ধাক্কা দেন।
দলীয় ৭১ রানে রোহিতকে বোল্ড করেন নিউজিল্যান্ডের পেসার। টানা দ্বিতীয়বার হাফ সেঞ্চুরির আগেই ফিরে যান ভারত অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে ৪৮ রান করা রোহিত এবার থামেন ৪৬ রানে। তার ৪০ রানের ইনিংসে ছিল চারটি করে চার ও ছয়। প্রথম ভারতীয় হিসেবে এক বছরে ৫০ ছক্কার কীর্তি গড়েন তিনি।