সোমবার, মার্চ ১৭, ২০২৫

শচীনকে পেছনে ফেলে অনন্য উচ্চতায় কোহলি

এক ম্যাচ আগেই ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করেন। আর আজ সেমিফাইনালে এক বিশ্বকাপে করা শচীনের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিলেন ভারতের এই সাবেক অধিনায়ক। 

by ঢাকাবার্তা ডেস্ক
শচীনকে পেছনে ফেলে অনন্য উচ্চতায় কোহলি .

খেলা ডেস্ক।।

মঞ্চ আগেই সাজানো ছিল, বিরাট কোহলি আরও রাঙিয়ে দিলেন। এক ম্যাচ আগেই ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করেন। আর আজ সেমিফাইনালে এক বিশ্বকাপে করা শচীনের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিলেন ভারতের এই সাবেক অধিনায়ক।

মাঠে নামার আগে শচীনকে ছাড়াতে কোহলির প্রয়োজন ছিল ৮০ রান। নিউজিল্যান্ডের স্পিনার গ্লেন ফিলিপসের করা ৩৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে বিশ্বকাপের নির্দিষ্ট আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি।

   Virat Kohli struggled due to cramps too, India vs New Zealand, World Cup semi-final, Mumbai, November 15, 2023

২০০৩ বিশ্বকাপে ব্যাট হাতে ১১ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৬৭৩ রান করেন শচীন। এর ২০ বছর পর এই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। কোহলি একে ওঠায় তিন নম্বরে নেমে গেছেন একই আসরে ৪৬৫ রান করা ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

এ নিয়ে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোহলি সংগ্রহ ২ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৬৭৪ রান। ৫৯১ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

 

আরও পড়ুন: স্পিনারদের সুবিধা দিতে সেমিফাইনালে পিচ বদলেছে ভারত, টসে উইলিয়ামসনের ক্ষোভ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net