শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

শত নারীর সৌন্দর্য উদ্‌যাপন করল ‘গ্লো অ্যান্ড লাভলী’

যাত্রার শুরু থেকেই নারীদের পাশে থাকা ব্র্যান্ড গ্লো অ্যান্ড লাভলী আয়োজনটি উৎসর্গ করেছে এ সময়ের এগিয়ে যাওয়া ‘গ্লোয়িং ইনফ্লুয়েন্সার’দের।

by ঢাকাবার্তা
গ্লো অ্যান্ড লাভলী

স্টাফ রিপোর্টার ।। 

ঢাকার রেডিসন ব্লু হোটেলের বলরুমে প্রায় ১০০ নারীর সৌন্দর্য (গ্লো) উদ্‌যাপন করেছে ব্র্যান্ড ‘গ্লো অ্যান্ড লাভলী’। বর্তমান সময়ের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠেছিল গত রোববারের সন্ধ্যা। যাত্রার শুরু থেকেই নারীদের পাশে থাকা ব্র্যান্ড গ্লো অ্যান্ড লাভলী আয়োজনটি উৎসর্গ করেছে এ সময়ের এগিয়ে যাওয়া ‘গ্লোয়িং ইনফ্লুয়েন্সার’দের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী সাবিলা নূর ও সারা আলম।

বাজারে আসা নতুন এই গ্লো অ্যান্ড লাভলী মাল্টিভিটামিন সিরামযুক্ত ক্রিম দেবে ৪০ শতাংশ বেশি উজ্জ্বলতা। সিরামের মতো একটি গুরুত্বপূর্ণ স্কিন কেয়ার প্রোডাক্টকে সবার হাতের নাগালে নিয়ে আসার জন্য গ্লো অ্যান্ড লাভলীকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে আগত ইনফ্লুয়েন্সাররা।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net