রবিবার, নভেম্বর ৩, ২০২৪

শনিবার আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন শেখ হাসিনা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত

by ঢাকাবার্তা ডেস্ক
শনিবার আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন শেখ হাসিনা

রাজনীতি ডেস্ক।।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়নপত্র সরাসরি কিনবেন। এর মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এই তথ্য নিশ্চিত করে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সরাসরি উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মনোনয়নপত্র বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা ও তিনতলায় মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। জমা দেয়ার জন্য নিচতলায় একটি বুথ থাকবে।

 

আরও পড়ুন: তফসিলের প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net