ডেস্ক রিপোর্ট ।। নারীর অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসা ইরানের কারাবন্দি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী পাচ্ছেন এবারের নোবেল শান্তি পুরস্কার।
নরওয়ের নোবেল ইন্সটিটিউট শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০৪তম নোবেল শান্তি পুরস্কারের জন্য নার্গিস মোহাম্মদীর নাম ঘোষণা করে।
নোবেল কমিটি বলেছে, ইরানে নিপীড়িত নারীদের জন্য নার্গিস মোহাম্মদীর সংগ্রাম এবং সবার মানবাধিকার ও স্বাধীনতার জন্য তা যে লড়াই, তারই স্বীকৃতিতে তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য-প্রমাণ তুলে ধরতে অসাধারণ ভূমিকা রাখায় গত বছর শান্তিতে নোবেল দেওয়া হয়েছে বেলারুশের কারাবন্দি অধিকার কর্মী আলেস বিয়ালিয়াৎস্কিকে। তার সঙ্গে যৌথভাবে নোবেল পায় ইউক্রেইনের সেন্টার ফর সিভিল লিবার্টিস এবং রাশিয়ার বন্ধ করে দেওয়া মানবাধিকার সংগঠন মেমোরিয়াল।