সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

শান্তি সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরাও পাল্টা হামলা করবে: ওবায়দুল কাদের

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির নৈশভোজে ভূমিমন্ত্রীর উপস্থিত থাকার বিষয়ে জানা নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

by ঢাকাবার্তা ডেস্ক
শান্তি সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরাও পাল্টা হামলা করবে: ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক।।

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘২৮ অক্টোবর আমরা শান্তি সমাবেশ করবো। তাদের সমাবেশস্থলে আক্রমণ করবো না। অতীতেও করিনি। তারা আক্রমণ করতে এলে চুপচাপ বসে থাকবো না। শান্তি সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরাও পাল্টা হামলা করবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর সেতু ভবনে ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ’৭১-এর চেতনা ধারণ করে না। তারা ১৯৪৭ সালের দ্বিজাতি তত্ত্বের ধারণা ধারণ করে। তারা প্রতিরোধের নামে সহিংসতা করতে চায়। ভায়োলেন্স আনসার ইজ নট সাইলেন্স।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, তারা (বিএনপি) যেভাবে কথা বলে, তার মানে তারা প্রতিরোধের নামে সহিংসতায় যেতে চায়। বিএনপি বলে তারা ১৯৭১ সালের চেতনা ধারণ করে, কিন্তু তারা সেটি করে না।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনও চাপ পাচ্ছি না। আমি কোনও চাপের কথা জানি না। চাপ কেন হবে? অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে, সেখানে চাপের কিছু নেই। বাংলাদেশে সবসময় আতঙ্ক থাকে। রাজনীতিতে এমন ভয়-আতঙ্ক থাকেই। এর মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

 

গতকাল বুধবার (২৫ অক্টোবর) রাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির নৈশভোজে ভূমিমন্ত্রীর উপস্থিত থাকার বিষয়ে জানা নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, এটা অফিসিয়ালি না। আমার জানা নেই। মার্কিন রাষ্ট্রদূত ২৯ অক্টোবর তার সময় চেয়েছেন। কিন্তু আমরা এখনও সময় দিইনি। আমরা যেহেতু রাজনৈতিক দল করি, এই ব্যাপারে ওপর মহলের সিদ্ধান্ত লাগে। অনুমতি লাগে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানেল নিয়ে বিস্তারিত তুলে ধরেন। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে টানেল উদ্বোধন করবেন। এরপর আনোয়ারা প্রান্তে জনসভায় অংশ নেবেন। উদ্বোধনের পরের দিন সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হবে।

 

আরও পড়ুন: সেই ২৮ অক্টোবরের মতো প্রতিরোধ, লগি-বৈঠা আনতে নির্দেশ আ.লীগ কর্মীদের

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net