খেলা ডেস্ক।।
ধর্মশালায় দারুণ শুরু হয়েছিল ভারতের। শেষটাও হলো তাদের বোলারদের দাপটে। মাঝে রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের ব্যাটিংয়ে স্বাগতিকদের অস্বস্তিতে রেখেছিল নিউজিল্যান্ড। তবে ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে মোহাম্মদ শামি পাঁচ উইকেট তুলে নেন। নিউজিল্যান্ড বড় স্কোরের আভাস দিলেও গুটিয়ে যায় ২৭৩ রানে।
বিশ্বকাপের অপরাজিত দুই দল মুখোমুখি হয়েছে রবিবার। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯ রানে দুই ওপেনার ডেভিড কনওয়ে ও উইল ইয়াং প্যাভিলিয়নে ফেরেন। এই ধাক্কা নিউজিল্যান্ড সামলে নেন রাচিন ও মিচেলের দেড়শ ছাড়ানো জুটিতে। ৫৬ বলে রাচিন এবং ৬০ বলে মিচেল হাফ সেঞ্চুরি উদযাপন করেন।
তৃতীয় উইকেটে দুজনে ১৫০ রান যোগ করেন ১৪৮ বল খেলে। এই জুটি ভেঙে যায় রাচিনের বিদায়ে। ৮৭ বলে ৬ চার ও ১ ছয়ে ৭৫ রানে মোহাম্মদ শামির শিকার হন। এরপর একাই লড়ে গেছেন মিচেল, উপযুক্ত সঙ্গ পাননি কারও কাছ থেকে। গ্লেন ফিলিপসের সঙ্গে ৩৮ রানের জুটি ভেঙে যাওয়ার পর ধসের মুখোমুখি হয় কিউইরা।
ডেথ ওভারে চার উইকেট হারায় তারা ১৭ রানের ব্যবধানে। ৪৮তম ওভারে পরপর দুই উইকেট তুলে নেন মোহাম্মদ শামি। মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে বোল্ড করেন ভারতীয় পেসার। নিজের শেষ ওভারে শামির পরপর দুই বলে উইকেটের পতন ঘটে। মিচেলকে ১৩০ রানে বিরাট কোহলির ক্যাচ বানান শামি। লকি ফার্গুসন রান আউট হন।
আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হার ইংল্যান্ডের