বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

শিল্পকলা একাডেমীতে ১৯ দিনব্যাপী যাত্রা উৎসব

প্রথম পর্বে ৬ই নভেম্বর পর্যন্ত সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উপস্থাপিত হবে ঢাকা বিভাগের ১৫টি দলের যাত্রাপালা

by ঢাকাবার্তা ডেস্ক
শিল্পকলা একাডেমীতে ১৯ দিনব্যাপী যাত্রা উৎসব

বিনোদন ডেস্ক।।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী গণজাগরণের যাত্রাপালা উৎসব। আগামী ২০শে নভেম্বর পর্যন্ত  চলছে উৎসবটি। উৎসবে অংশ নিচ্ছে সারা দেশের ১২০টি যাত্রাদল। দেশের ৪২টি জেলার বিভিন্ন বিষয় নির্ভর পালা পরিবেশন করবে এই যাত্রাদলসমূহ।

প্রথম পর্বে ৬ই নভেম্বর পর্যন্ত সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উপস্থাপিত হবে ঢাকা বিভাগের ১৫টি দলের যাত্রাপালা। প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।

 

আরও পড়ুন: বিটিভিতে ‘ভালোবেসে বিয়ে’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net