গাজীপুর প্রতিনিধি ।।
আলোচিত ‘শিশুবক্তা’ মো. রফিকুল ইসলাম মাদানী (২৮) কারামুক্ত হয়েছেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে গতকাল শনিবার রাত ৮টায় মুক্তি পেয়েছেন তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কটি মামলায় জামিন পাওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আমিনুল ইসলাম।
কাশিমপুর কারা ফটকে কথা হয় তাঁর রফিকুলের খালাতো ভাই আমিনুল হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে তাঁকে আমরা কারাগার থেকে নিয়ে যেতে এসেছি।’
আইনজীবী আশরাফ আলী মোল্লা সাংবাদিকদের বলেন, শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে চারটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। ভবিষ্যতে রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনবিরোধী এবং জনমনে সংঘাতের সৃষ্টি করে— এমন বক্তব্য দেবেন না বলে মুচলেকা দিয়েছেন তিনি। পরে আদালত তাঁকে জামিন দেন। সব মামলায় তিনি জামিন পেলেন। ফলে তাঁর কারামুক্তিতে আইনগত বাধা রইল না।