শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

শুরুর ধাক্কা সামলে পাকিস্তানের ২৮৬ রানের পুঁজি

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই পাকিস্তানের মাথা ভেঙে যায়। দশম ওভারে তাদের স্কোর ৩ উইকেটে ৩৮

by ঢাকাবার্তা ডেস্ক
শুরুর ধাক্কা সামলে পাকিস্তানের ২৮৬ রানের পুঁজি

নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে হতাশ হয়নি। স্কট এডওয়ার্ডস পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে বাবর আজম তিনশর বেশি রানের প্রত্যাশা ব্যক্ত করেন। শুরুতেই ধাক্কা খেয়ে কাজটা কঠিন হয়ে পড়েছিল। যদিও মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল শক্ত জুটিতে আশা জাগান। মাঝের দিকে সেই ছন্দ ধরে রাখতে পারেননি অন্য ব্যাটাররা। তবুও ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে পাকিস্তান।

নেদারল্যান্ডসের দুর্দান্ত বোলিংয়ে হায়দরাবাদের গ্যালারিতে শুরু হয়েছিল কমলা উৎসব, আর বিষণ্নতা ছুঁয়ে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের মনে। রিজওয়ান ও সৌদ আনন্দ ফেরান তাদের চোখেমুখে।

Aryan Dutt ended the century stand between Mohammad Rizwan and Saud Shakeel, Netherlands vs Pakistan, World Cup, Hyderabad, October 6, 2023

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই পাকিস্তানের মাথা ভেঙে যায়। দশম ওভারে তাদের স্কোর ৩ উইকেটে ৩৮। প্যাভিলিয়নে ফেরেন ফখর জামান, বাবর আজম ও ইমাম উল হক।

চতুর্থ ওভারে লোগান ফন বিক ফিরতি ক্যাচে ফেরান ফখরকে (১২)। আগ্রাসী বাবর এদিন ছিলেন খোলসের মধ্যে। ১৮ বল খেলে ৫ রান করে কলিন অ্যাকারম্যানের শিকার তিনি। ১৫ রান করে পল ফন মিকেরেনকে উইকেট দেন ইমাম।

Saud Shakeel showed his wares with a quick half-century, Netherlands vs Pakistan, ICC Cricket World Cup, Hyderabad, October 6, 2023

এই ধাক্কা দারুণভাবে সামলে ওঠে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও সৌদি শাকিলের শতাধিক রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। দুজনই করেছেন হাফ সেঞ্চুরি।

৩২ বলে ৭ চার ও ১ ছয়ে ৫০ রান করেন সৌদ। হাফ সেঞ্চুরি করতে একটু বেশি বল খেলেছেন রিজওয়ান, ৫৮ বলে ৬ চারের সাহায্যে।

দুজনের জুটি ১২০ রানে পৌঁছে ভেঙে যায়। আরিয়ান দত্তের বলে সৌদ ক্যাচ দেন সাকিব জুলফিকারকে। ৫২ বলে ৬৮ রান করেন তিনি।

সৌদের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি রিজওয়ানও। বাস ডি লিডের কাছে বোল্ড হন তিনি ৬৮ রান করে।

Mohammad Rizwan steadied Pakistan after an early stutter, Netherlands vs Pakistan, ICC Cricket World Cup, Hyderabad, October 6, 2023

একই ওভারে ডি লিড ফেরান ইফতিখার আহমেদকে (৯)। ১৮৮ রানে ৬ উইকেট হারানো পাকিস্তান আবার প্রতিরোধ গড়ে মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানের জুটিতে। ৪৪তম ওভারে ৬৪ রানের এই জুটি ভেঙে দেন ডি লিড। পরপর দুই ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ডাচ বোলার। শাদাবকে (৩২) বোল্ড করার পর নতুন ব্যাটার হাসান আলীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডি লিড। শাহীন শাহ আফ্রিদি ডিফেন্সিভ শটে তাকে আশাহত করেন।

Colin Ackermann got the big wicket of Babar Azam, Netherlands vs Pakistan, ICC Cricket World Cup, Hyderabad, October 6, 2023

৪৭তম ওভারে নওয়াজ (৩৯) রান আউট হন। শেষ দিকে আফ্রিদি ও হারিস রউফের ব্যাটে তিনশ রান সংগ্রহের আভাস দেয়। পারেননি তারা। ৪৯তম ওভারের শেষ বলে স্টাম্পিং হন হারিস (১৬)। ১৩ রানে অপরাজিত ছিলেন আফ্রিদি।

৯ ওভারে ডি লিড ৬২ রান দিয়ে চার উইকেট নিয়ে সেরা ডাচ বোলার। দুটি উইকেট পান কলিন অ্যাকারম্যান।

আরও পড়ুনঃ নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net