শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালতের নির্দেশ অনুযায়ী, শেখ হাসিনাকে ১৮ নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে।

by ঢাকাবার্তা
শেখ হাসিনা। রাশিয়ার মস্কোয় তোলা ছবি। ১৫ জানুয়ারি ২০১৩

স্টাফ রিপোর্টার ।। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাঁর পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, শেখ হাসিনাকে ১৮ নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে।

ওবায়দুল কাদের। ফাইল ফটো

আজ বৃহস্পতিবার পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার চলমান রয়েছে এবং এদিন সকাল থেকেই ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হয়।

গ্রেপ্তারি পরোয়ানায় আরও কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য এবং পুলিশ কর্মকর্তার নাম রয়েছে। ট্রাইব্যুনাল মন্তব্য করেছে, এই অপরাধগুলো সারা বাংলাদেশ জুড়ে ব্যাপকভাবে সংঘটিত হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net