সোমবার, এপ্রিল ২১, ২০২৫

শেষ ২ ইনিংসে ০ ও ২ রান, ওয়ানডেকে বিদায় জানালেন মুশফিক

ওয়ানডে ছাড়লেও মুশফিক এখন থেকে শুধু টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন। এর আগে, ২০২২ সালে তিনি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন।

by ঢাকাবার্তা
মুশফিকুর রহীম

ডেস্ক রিপোর্ট ।।

বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার মঙ্গলবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এই সিদ্ধান্ত জানান।

ওয়ানডে ছাড়লেও মুশফিক এখন থেকে শুধু টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন। এর আগে, ২০২২ সালে তিনি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন।

অবসর ঘোষণায় মুশফিক বলেন, “আমি আজ ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত হতে পারে, তবে যখনই দেশের জন্য খেলেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে ১০০ ভাগের বেশি দিয়েছি।”

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় থাকা এই ক্রিকেটার আরও যোগ করেন, “গত কয়েক সপ্তাহ আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি।” তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে লেখেন, “ওয়া তুইজ্জু মান তাশা’ ওয়া তুযিলু মান তাশা”– এবং তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন।”

২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর দীর্ঘ ১৯ বছরে ২৭৪টি ম্যাচ খেলেছেন মুশফিক। ৯টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটির সাহায্যে ৩৬.৪২ গড়ে ৭৭৯৫ রান করেছেন, যা বাংলাদেশের হয়ে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কও ছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে ফর্মে ছিলেন না মুশফিক। গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৭৩ রানের পরের ছয় ইনিংসে ফিফটি পাননি। চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ইনিংসে ০ ও ২ রানে আউট হন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চ্যাম্পিয়নস ট্রফির পর মুশফিক ও মাহমুদউল্লাহর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছিল। তবে বিসিবির সিদ্ধান্তের আগেই মুশফিক ওয়ানডেকে বিদায় বলে দিলেন।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net