বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শোয়েব মালিকের তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ছেলে ইজান

যদিও অন্তত তিন বছর ধরে সানিয়া জানতেন শোয়েব মালিকের পরকীয়ার কথা। শোয়েবের নতুন বিয়ের ছবি সামনে আসার পর সবাই একজোট হন সানিয়ার পক্ষে।

by ঢাকাবার্তা ডেস্ক
শোয়েব মালিকের তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ছেলে ইজান

খেলা ডেস্ক।।

বিচ্ছেদ বা সাবেক সঙ্গীর নতুন বিয়ে নিয়ে মানুষ মাতোয়ারা, এদিকে এ নিয়ে টুঁ–শব্দটি করেননি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। যদিও অন্তত তিন বছর ধরে সানিয়া জানতেন শোয়েব মালিকের পরকীয়ার কথা। শোয়েবের নতুন বিয়ের ছবি সামনে আসার পর সবাই একজোট হন সানিয়ার পক্ষে। তাঁর ভারতীয় ভক্ত থেকে শুরু করে শোয়েবের পরিবারের সদস্যরা, এমনকি এই জুটির পাকিস্তানি ভক্তরাও আছেন সানিয়ার পাশে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের তরুণ নেটিজেনরা। তাঁদের মতে, সানিয়া খেলাধুলায় একটি প্রজন্মকে, বিশেষ করে মেয়েদের অনুপ্রাণিত করেছেন। তিনি কেবলই অনুপ্রেরণার নাম। মোটা দাগে বলতে গেলে, তৃতীয় বিয়ের পর শোয়েবের পাশে আছেন কেবল স্ত্রী সানা জাভেদই।

বাবার তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ইজান।। ঢাকাবার্তা।

বাবার তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ইজান।। ঢাকাবার্তা।

বাবার তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ইজান।। ঢাকাবার্তা।

বাবার তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ইজান।। ঢাকাবার্তা।

বিয়ের পর ভারত বা পাকিস্তানে নয়, এই জুটি ঘর বেঁধেছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এ ছাড়া অন্যান্য সময় শোয়েব করাচিতে নিজেদের বাসায় থাকতেন। আর সানিয়া থাকতেন ভারতের হায়দরাবাদে, নিজের আরেকটা বাড়িতেছেলে বুলিংয়ের শিকার হওয়ায় সানিয়া ছেলেকে দেশে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। পেশাগত কাজ শেষ করে এখন ছেলেকে নিয়ে আছেন হায়দরাবাদে। এবার ভারতের স্কুলেই ভর্তি করাবেন ছেলেকে। একজন লিখেছেন, ‘সানিয়া মির্জা এই অসৎ, অযোগ্য মানুষের জন্য নিজের পরিবার, আপনজন থেকে শুরু করে গোটা দেশের বিরুদ্ধে লড়াই করেছেন। বছরের পর বছর ধরে ঘৃণা সামলেছেন (এমনকি সন্তান জন্মের পরও সে বড় হয়ে যদি খেলোয়াড় হয়, কোন দেশের হয়ে খেলবে, তা নিয়ে চলেছে বিতর্ক)। এবার আমরা আরেকটা দেশ (পাকিস্তান) আপনার পাশে আছি। আপনি আরও শক্তিশালী হয়েছেন।’
বাবার তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ইজান।। ঢাকাবার্তা।

বাবার তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ইজান।। ঢাকাবার্তা।

পাকিস্তানের একটি টেলিভিশনে রিয়েলিটি শোয়ের সেটে একে অপরকে দেখার পরই প্রেমে পড়ে যান শোয়েব মালিক ও পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ। এটা সাড়ে তিন বছর আগের কথা। এর কিছুদিন আগেই অভিনেত্রী সানা জাভেদ বিয়ে করেন আরেক পাকিস্তানি গায়ক উমর জসওয়ালকে। যদিও অল্প দিনের মাথায় শোয়েবের পরকীয়ার কথা টের পান সানিয়া। সে সময় সানিয়ার পাশে দাঁড়ান শোয়েবের দুই বোন সাজিয়া ইমরান ও সাদাফ ইমরান। তাঁরা দুবাই থেকে উড়াল দেন করাচিতে। শোয়েবকে বোঝান। কিন্তু কোনো কথাই শুনতে নারাজ ছিলেন শোয়েব! সানিয়া অনেক বোঝানোর পরও যখন কিছু হবে না বুঝে গেলেন, তখন ইসলাম ধর্মে নারীর তালাকের অধিকার ‘খুলা’র মাধ্যমে সম্পর্ক ছিন্ন করেন।
বাবার তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ইজান।। ঢাকাবার্তা।

বাবার তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ইজান।। ঢাকাবার্তা।

একাধিক ভারতীয় ও পাকিস্তানি গণমাধ্যমের দাবি, উমর আর শোয়েব নাকি বন্ধু ছিলেন।
বাবার তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ইজান।। ঢাকাবার্তা।

বাবার তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ইজান।। ঢাকাবার্তা।

এত দিন যে ছাড়াছাড়ি নিয়ে লুকোছাপা আর অস্বস্তি ছিল, সেটা ঝেড়ে দেখা দিচ্ছেন একের পর এক দুর্দান্ত রূপে। কালো, টকটকে লাল, গাঢ় নীলের মতো ‘সাহসী’, আবেদনময় আর ‘রিভেঞ্জ কালারে’ নিজেকে মেলে ধরছেন সানিয়া মির্জা।
বাবার তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ইজান।। ঢাকাবার্তা।

বাবার তৃতীয় বিয়ে নিয়ে দুবাইয়ের স্কুলে বুলিংয়ের শিকার ইজান।। ঢাকাবার্তা।

শোয়েবের তৃতীয় বিয়ে নিয়ে চলছে নতুন বিতর্ক। শোয়েবের পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, ‘চার্লস যেমন ডায়ানাকে ছেড়ে ক্যামিলাকে বিয়ে করেছিলেন, তেমনই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল।’ আরেকজন লিখেছেন, ‘সানিয়া মির্জা যাঁর বউ, তিনি কীভাবে আরেকটা প্রেমে পড়েন! সম্পর্কে অসম্ভব বলে আর কিছুই থাকল না

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net