সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তান হারলো দক্ষিণ আফ্রিকার কাছে

২৭১ রানের লক্ষ্য দিয়ে বোলারদের নৈপুণ্যে প্রোটিয়াদের চেপে ধরেছিল বাবর আজমের দল

by ঢাকাবার্তা ডেস্ক
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তান হারলো দক্ষিণ আফ্রিকার কাছে

খেলা ডেস্ক।।

নেদারল্যান্ডস ২৪৫ রান করেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল। পাকিস্তানও দুর্দান্ত লড়াইয়ে সেই পথেই যেন হাঁটছিল। ২৭১ রানের লক্ষ্য দিয়ে বোলারদের নৈপুণ্যে প্রোটিয়াদের চেপে ধরেছিল বাবর আজমের দল। ‘আনপ্রেডিক্টেবল’ শব্দটি বারবার ফিরে আসছিল। কিন্তু হলো না। চাপে ভেঙে পড়ার ইতিহাস থাকলেও দক্ষিণ আফ্রিকা ঠিক ঘুরে দাঁড়ায়। ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন আরও বর্ণিল করলো তারা।

২৭১ রানের লক্ষ্য দিয়েও পাকিস্তান শুরু থেকে লড়াই করে। পাওয়ার প্লেতে দুই ওপেনার কুইন্টন ডি কক (২৪) ও টেম্বা বাভুমাকে (২৪) ফেরায় তারা ৬৭ রানের মধ্যে।

South Africa's last pair - Tabraiz Shamsi and Keshav Maharaj - rejoices after sealing a one-wicket win, Pakistan vs South Africa, World Cup, Chennai, October 27, 2023

রাসি ফন ডার ডুসেনকে নিয়ে দাঁড়িয়ে যান এইডেন মারক্রাম। দুজনের ৫৪ রানের জুটি ভাঙেন উসামা মীর। ১৫তম ওভারে শাদাব খানের বদলি নামেন তিনি। ওয়ানডে বিশ্বাকপ ইতিহাসে প্রথম কনকাশন সাব হয়ে দারুণ ব্রেকথ্রু আনেন ফন ডার ডুসেনকে এলবিডব্লিউ করে। প্রোটিয়া ব্যাটার রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ২০ ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নেয় পাকিস্তান।

মারক্রাম বেশিক্ষণ হাইনরিখ ক্লাসেনের সঙ্গ পাননি। ক্লাসেনকে ১২ রানে উসামার ক্যাচ বানান মোহাম্মদ ওয়াসিম। ১৩৬ রানে চার উইকেট হারালেও মারক্রাম ও ডেভিড মিলারের জুটিতে দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ন্ত্রণে নেয়।

Mohammad Rizwan's excitement makes him a foot taller than Shaheen Afridi, Pakistan vs South Africa, World Cup, Chennai, October 27, 2023

শাহীন শাহ আফ্রিদির বল মিলারের (২৯) ব্যাটে নিক করে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে জমা হয়। ৭০ রানের এই জুটি ভেঙে যেন স্বস্তি ফিরে পায় পাকিস্তান।  তবে চলতি বিশ্বকাপে চতুর্থবার পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলা মারক্রাম পাকিস্তানের পথের কাঁটা হয়ে দাঁড়ান। তাকে সরানোর জন্যে মরিয়া ছিলেন বোলাররা। শেষ পর্যন্ত তাদের অপেক্ষার অবসান হয় ডেথ ওভারে।

তার আগে মার্কো ইয়ানসেনকে (২০) থামান হারিস রউফ। উসামা আনেন বড় ব্রেকথ্রু। পেছনে কভার পয়েন্টের দিকে দৌড়ে মারক্রামের ক্যাচ চমৎকারভাবে ধরেন বাবর। ৯১ রানে থামেন প্রোটিয়া ব্যাটার। পরের ওভারেই জেরাল্ড কোয়েটজেকে (১০) রিজওয়ানের ক্যাচ বানান আফ্রিদি। ২৫০ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় পাকিস্তান। তখনও ৮ ওভারের বেশি বাকি।

Shaheen Afridi got David Miller at a crucial stage, Pakistan vs South Africa, World Cup, Chennai, October 27, 2023

লুঙ্গি এনগিডি ও কেশব মহারাজ সতর্ক ব্যাটিংয়ে লক্ষ্য কমাতে থাকেন। এনগিডির ডিফেন্সিভ শট সামনে ঝাঁপিয়ে বাঁ হাতে দুর্দান্ত ক্যাচ ধরেন হারিস রউফ। তখনও জয়ের জন্য ১১ রান দরকার দক্ষিণ আফ্রিকার, আর পাকিস্তানের চাই ১ উইকেট। তাবরাইজ শামসি নেমেই দুটি রান নেন। পরের বলটি ছিল বিতর্কিত ওয়াইড। আরেকবার আম্পায়ারের সিদ্ধান্ত হতাশ করে পাকিস্তানকে। রউফের শেষ বলে এলবিডব্লিউর আবেদন আম্পায়ার নাকচ করে দিলে রিভিউ নেয় পাকিস্তান। কিন্তু আম্পায়ার্স কলে বেঁচে যান শামসি। পাকিস্তানের ক্রিকেটারদের মাথায় হাত।

শেষ উইকেটে শামসি ও মহারাজ ঠাণ্ডা মাথায় মোহাম্মদ ওয়াসিমকে সামাল দিয়ে ৩ রান তুলে নেন। ৪৮তম ওভারে লক্ষ্য দাঁড়ায় ৫ রান্। মোহাম্মদ নওয়াজ প্রথম বলে এক রান দেন। পরের বলে মহারাজ স্কয়ারের পেছন দিয়ে চার মেরে সব উত্তেজনার অবসান ঘটান। ৯ উইকেটে ২৭১ রান করে চোকার্স তকমা যেন মুছে দিলো প্রোটিয়ারা।

Aiden Markram brought up fifty early in the partnership with David Miller, Pakistan vs South Africa, World Cup, Chennai, October 27, 2023

এর আগে পাকিস্তান বাবর আজম ও সৌদ শাকিলের হাফ সেঞ্চুরিতে ৪৬.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয়। টানা চার হারে তাদের সেমিফাইনালে ওঠার আশা শেষই বলা চলে। আর ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেলো দক্ষিণ আফ্রিকা।

 

আরও পড়ুন: বাবর ও শাকিলের অর্ধশতক, ২৭০ রানে অলআউট পাকিস্তান

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net