খেলা ডেস্ক।।
আগের ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছিল আফগানিস্তান। তার এক ম্যাচ আগে ইংল্যান্ডকেও হারায় তারা। আফগান রুপকথা চলছেই, এবার তাদের শিকার হলো ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
চলতি বিশ্বকাপে আজ নিজেদের ষষ্ট ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এদিন আগে ব্যাটিং করে ২৪১ রান করে লঙ্কানরা। জবাবে ৩ উইকেট হারিয়ে ৪.৪ ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
২৪০ রানে অলআউট শ্রীলঙ্কা
আফগানিস্তানের বিপক্ষে ২৪০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।
ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা
১৮৫ রানেই ৭ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। শেষ ভরসা হিসেবে উইকেটে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
প্রথম আঘাত ফারুকির
দলীয় ২২ রানে প্রথম উইকেট হারালো শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরলেন ওপেনার দিমুথ করুনারত্নে। ফজলহক ফারুকির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ২১ বলে ১ বাউন্ডারিতে ১৫ রান করেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
বিশ্বকাপের ৩০তম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশঙ্ক, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা এবং দিলশান মাদুশঙ্কা।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক এবং ফজলহক ফারুকি।
আরও পড়ুন: সেমিফাইনালে এক পা ভারতের, বিদায়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড