খেলা ডেস্ক।।
বিশ্বকাপে সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লঙ্কানদের ১৭১ রানে বেঁধে ফেলেছে কিউইরা।
বেঙ্গালুরুতে বৃষ্টি ভাবনা মাথায় থাকায় শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তার পর লঙ্কানদের ধ্বংসস্তূপে পরিণত করে ছাড়ে কিউ বোলিং। ক্ষতিটা হয়ে যায় প্রথম দশ ওভারেই। ৭৪ রানে হারায় ওপরের ৫ উইকেট। তার পর কিছুটা প্রতিরোধ গড়ে খেলেছে লোয়ার অর্ডার। নিউজিল্যান্ড ১২৮ রানে নবম উইকেট তুলে নেওয়ায় আড়াইশোর মধ্যেই তাদের বেঁধে ফেলার সুযোগ ছিল। সেখান থেকে তাদের হতাশ করেছেন মূলত মাহিশ থিকশানা ও দিলশান মাদুশাঙ্কা। দশম উইকেটে তারা রেকর্ড ৪৩ রানের জুটি গড়ায় লঙ্কানদের স্কোর সমৃদ্ধ হয়েছে। সবকটি উইকেট হারিয়ে ৪৬.৪ ওভারে তারা ১৭১ রান করেছে।
মাদুশাঙ্কাকে আউট করে লেজ ছেঁটেছেন রাচিন রবীন্দ্র। বিদায়ের আগে ৫৬ বলে ১৯ রান করেছেন মাদুশাঙ্কা। ৯১ বল খেলে ৩৮ রানে অপরাজিত থেকে মূল প্রতিরোধটা গড়েছেন মূলত থিকশানা।
ধ্বংসস্তূপের মাঝেও শুরুতে একপ্রান্তে থেকে ঝড়ো গতিতে খেলেছেন ওপেনার কুশল পেরেরা। ২৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫১ রানে শুরুতে অবদান রাখেন তিনি। কিন্তু যোগ্য সঙ্গী পাননি। কিউইদের ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। দুটি করে নিয়েছেন লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র। একটি নিয়েছেন টিম সাউদি।
আরও পড়ুন: ‘সাকিব শ্রীলঙ্কায় এলে পাথর ছুড়ে মারা হবে’