শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

শ্রীলঙ্কার সাথে রান তাড়ায় ইতিহাস গড়ে জিতলো পাকিস্তান

ওয়ানডে বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের

by ঢাকাবার্তা ডেস্ক
শ্রীলঙ্কার সাথে রান তাড়ায় ইতিহাস গড়ে জিতলো পাকিস্তান

খেলা ডেস্ক।।

বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১০ অক্টোবর) হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

ওয়ানডে বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের। ২০১১ বিশ্বকাপে ৩২৯ রান তাড়া করে তারা ইংল্যান্ড বধের ইতিহাস গড়েছিল। ভারতের বিশ্বকাপে এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লো পাকিস্তান। শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য ৪৮.২ ওভারে ৪ উইকেট হারিয়েই স্পর্শ করেছে বাবর আজমরা। কুসল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া শতকে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে শ্রীলঙ্কা। দুটি রেকর্ডই গড়া হলো ভারতের মাটিতে। পাকিস্তান দ্বিতীয় ম্যাচ জিতেছে ৬ উইকেটের ব্যবধানে।

Mohammad Rizwan's century kept Pakistan on track, Pakistan vs Sri Lanka, World Cup, Hyderabad, October 10, 2023

৩৪৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৩৭ রানে দুই ব্যাটারকে হারায় তারা।

এরপর ওপেনার আব্দুল্লাহ শফিককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মোহাম্মদ রিজওয়ান। দু’জন মিলে ১৭৬ রানের জুটি গড়েন। এরই মাঝে শতক পূর্ণ করেন শফিক।

Mohammad Rizwan played a steady hand, Pakistan vs Sri Lanka, World Cup, Hyderabad, October 10, 2023

তবে দলীয় ২১৩ রানে ১০৩ বলে ১১৩ রান করে সাজঘরে ফিরে যান শফিক। এরপর ক্রিজে আসা সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রিজওয়ান।

দলীয় ৩০৮ রানে ৩০ বলে ৩১ রান করে আউট হন শাকিল। অন্যদিকে সাবলীল ব্যাটিংয়ে নিজের শতক পূর্ণ করেন রিজওয়ান।

Hasan Ali celebrates the wicket of Kusal Mendis, Pakistan vs Sri Lanka, World Cup, Hyderabad, October 10, 2023

এরপর ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে ১০ বল বাকী থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রিজওয়ান। লঙ্কানদের পক্ষে দিলশান মাদুশাঙ্কা নেন ২টি উইকেট।

 

আরও পড়ুনঃ লঙ্কানদের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন মেন্ডিস

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net