সোমবার, মার্চ ১৭, ২০২৫

শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্য পদ স্থগিত করলো আইসিসি

ভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল হারের পর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি আইসিসি

by ঢাকাবার্তা ডেস্ক
শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্য পদ স্থগিত করলো আইসিসি

খেলা ডেস্ক।।

ভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল হারের পর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি আইসিসি। বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্য পদ স্থগিত করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়া দেশটির সদস্যপদ স্থগিতাদেশ নিয়ে আইসিসি বিবৃতিতে  জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

ভারতের কাছে ৫৫ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সাধারণ সম্পাদক পদত্যাগ করেন। এরপর পুরো বোর্ডকে বরখাস্ত করেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রনসিংহে। দুর্নীতির অভিযোগে গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কা ক্রিকেট রনসিংহের চোখের বিষ হয়ে উঠেছিল। গত সোমবার তার কার্যালয় এক বিবৃতিতে জানায়, আগের কমিটিকে বরখাস্ত করা হয়েছে। নতুন অন্তর্বতীকালীন বোর্ডের সভাপতি করা হয়েছে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। বিবৃতিতে বলা হয়, ‘ক্রীড়ামন্ত্রী রোশান রনসিংহে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছেন।’

বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্স তলানীতে। পয়েন্ট টেবিলের নয় নম্বরে থাকায় আগামী ২০১৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারিয়ে শ্রীলঙ্কা। নিয়ম অনুযায়ি স্বাগতিক দলসহ বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। নতুন করে আইসিসির নিষেধাজ্ঞায় বড় ধাক্কায় খাবে সেদেশের ক্রিকেট!

প্রসঙ্গত, আইসিসি এর আগেও নানা সময় দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে,কেনিয়ার মতো দলগুলোতে স্থগিতাদেশ দিয়েছিলো। আইসিসির নির্ধারিত শর্ত পূরণ করার পর পুরনো সিদ্ধান্ত প্রত্যাহারও করে নিয়েছিলো। শ্রীলঙ্কাকে দেওয়া স্থগিতাদেশের শর্তগুলো ঠিকটাক পূরণ করতে পারলে আইসিসি তাদের দেওয়া সেই সিদ্ধান্ত প্রত্যাহারও করে নেবে।

 

আরও পড়ুন: চরম অসন্তোষ নিয়ে ডোনাল্ড বললেন, ‘আমি চলে যাচ্ছি’

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net