শুক্রবার, জুলাই ১১, ২০২৫

সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান অপু বিশ্বাস

এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী

by ঢাকাবার্তা ডেস্ক
সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক।।

আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ সংসদ নির্বাচন। ইতিমধ্যে আওয়ামী লীগ দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক নেতারা মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছেন। সেই তালিকায় আছেন চলচ্চিত্র ও নাটক অঙ্গনের কয়েকজন তারকাও।

জানা যায়, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মাহিয়া মাহি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান। এর আগে তারা উপ-নির্বাচনের প্রার্থী হবার জন্য বেশ প্রচারণা চালিয়েছিলেন। প্রকাশ্যে অনেকেই নিজেকে প্রার্থী ঘোষণা না করলেও গোপনে কাজ চালিয়ে যাচ্ছেন অনেক তারকা। এবার সেই তালিকায় নাম লেখালেন আরেক নায়িকা অপু বিশ্বাস। তবে তিনি গোপনে নয়, প্রকাশ্যেই আওয়ামী লীগের পক্ষে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন। তিনি আরও বলেন, অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।

এর আগে একাদশ সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অপু। কিন্তু আ.লীগ থেকে তাকে মনোনয়ন দেয়া হয়নি।

 

আরও পড়ুন: সাকিবের হাতে ঢাকা-১০সহ তিন আসনের মনোনয়ন ফরম

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net