শুক্রবার, জুলাই ১১, ২০২৫

সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

গুঞ্জন ছিল, অধিনায়কত্ব না ছাড়লে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সড়িয়ে দিবে। তবে দেরী করেননি বাবর, আজ সব ফরম্যাট থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।

by ঢাকাবার্তা ডেস্ক
সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

খেলা ডেস্ক।।

বিশ্বকাপ ব্যর্থতায় টানা সমালোচনার মুখে ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। গুঞ্জন ছিল, অধিনায়কত্ব না ছাড়লে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সড়িয়ে দিবে। তবে দেরী করেননি বাবর, আজ সব ফরম্যাট থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান বাবরের অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে নিশ্চিত করেছে।

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার আগে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সু্পারের খবর অনুযায়ী বাবরকে সাদা বলের ক্রিকেট ছেড়ে লাল বলে অধিনায়কত্ব করার প্রস্তাব দেওয়া হয়। তবে তাতে রাজি হননি ২৯ বছর বয়সী বাবর।

এর কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন বাবর। সেখানে তিনি লিখেন ‘আজ আমি পাকিস্তানের অধিনায়ক হিসেবে সব সংস্করণ থেকে পদত্যাগ করছি। এটা কঠিন সিদ্ধান্ত, তবে আমার মনে হয় এটাই সঠিক সময়।’

অধিনায়কত্বের ৪ বছর নিয়ে বাবর বলেন ‘এ সময়ে আমি মাঠ ও মাঠের বাইরে নানা উত্থান-পতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। তবে সব সময়ই ক্রিকেট বিশ্বে পাকিস্তানের গৌরব ও সম্মান বজায় রাখার দিকে লক্ষ্য রেখেছি।’

 

আরও পড়ুন: শচীনকে পেছনে ফেলে অনন্য উচ্চতায় কোহলি

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net