বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সব মামলায় জামিন পেলেন বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন

জহির উদ্দিন স্বপনের  আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে জানান, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে পৃথক সাতটি মামলায় তার মক্কেলকে গ্রেপ্তার দেখানো হয়। আজকের তিনটি মামলা সহ ইতোপূর্বে চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন। এরমধ্যে দুটি মামলায় তিনি হাইকোর্ট ও দুটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন।

by ঢাকাবার্তা ডেস্ক
সব মামলায় জামিন পেলেন বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন

রাজনীতি ডেস্ক।।

সর্বশেষ তিন মামলায় জামিন পেলেন বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। ঢাকা  মহানগর দায়রা জজ আদালত আজ বুধবার এ আদেশ দেন। এ নিয়ে  প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা ও পুলিশের পিস্তল ছিনতাই  মামলা সহ তার বিরুদ্ধে দায়েরকৃত সাতটি মামলায়ই জামিন পেলেন তিনি।

জহির উদ্দিন স্বপনের  আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে জানান, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে পৃথক সাতটি মামলায় তার মক্কেলকে গ্রেপ্তার দেখানো হয়। আজকের তিনটি মামলা সহ ইতোপূর্বে চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন। এরমধ্যে দুটি মামলায় তিনি হাইকোর্ট ও দুটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন। সবগুলো মামলায় জামিন পাওয়ার ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

এর আগে গত ৩০ জানুয়ারি জহির উদ্দিন স্বপনকে  গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন হাইকোর্ট।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের সকল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ ।  ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়েরকৃত রমনা থানার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলা সহ রমনা থানায় দায়েরকৃত দুটি এবং পল্টন থানায় পাঁচটি সহ মোট সাতটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।

 

আরও পড়ুন: গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের লাঠিচার্জ, জোনায়েদ সাকি আহত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net