রাজনীতি ডেস্ক।।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে না এলে বিএনপি ‘টাইমড আউট’ হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি বলেছেন, “বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচে আপনারা দেখেছেন, নির্ধারিত সময়ে ক্রিজে না আসায় টাইমড আউট হয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচনে না এলে বিএনপিও টাইমড আউট হবে। আমরা বলি, ‘খেলা হবে’, ছাত্রলীগ খেলোয়াড় হয়ে দেশরত্ম শেখ হাসিনাকে নির্বাচিত করবে।”
ক্রিকেট বিশ্বকাপে সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে দেরি করে ক্রিজে আসায় কোনো বল না খেলেই মাঠ থেকে বিদায় নিতে হয় শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। কোনো খেলোয়াড় আউট হলে পরবর্তী ব্যাটসম্যানকে হেলমেট পরে ব্যাটহাতে প্যাভিলিয়ন থেকে দুই মিনিটের মধ্যে ক্রিজে আসার নিয়ম রয়েছে। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউস ওই নির্ধারিত সময়ের মধ্যে না আসায় নিয়ম অনুযায়ী টাইম আউটের আবেদন করে বাংলাদেশ দল।
এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটারকে কোনো বল খেলেই আউট হতে হয়। বিরল এই ঘটনার পর পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে বিএনপিকে সেই ‘টাইমড আউটের’ কথাই মনে করিয়ে দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
হরতাল-অবরোধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আগুন সন্ত্রাসের মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রাকে যারা রোধ করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায়, যারা অবৈধ অবরোধ ডাকছে, তাদেরকেই অবরুদ্ধ করতে সারা বাংলার ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছে। সমাবেশ থেকে বৃহস্পতিবার দেশব্যাপী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিছিল ও বিক্ষোভ-সমাবেশের ডাক দেন ছাত্রলীগ সভাপতি।
তিনি বলেন, “আমরা মনে করি, সাম্রাজ্যবাদী শক্তি দেশে-বিদেশে চক্রান্ত করার চেষ্টা করছে। দেশি লুটেরা গোষ্ঠী, সন্ত্রাসীরা নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। দেশরত্ম শেখ হাসিনার লড়াইয়ে আমাদের শক্তি দিতে হবে।
“আগামী দিনেও বাংলাদেশের ছাত্রসমাজ গণতন্ত্রের পক্ষে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে। নির্বাচনে আমরা জিতব, আন্দোলনে আমরা জিতব। শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখব।”
বিক্ষোভ-সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, “বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই- এই দেশে আগুন সন্ত্রাস, বোমাবাজি, ককটেলবাজি, অবৈধ অবরোধ, হরতাল, খালেদা জিয়ার শাসন আর চলবে না।
“এই বাংলাদেশ হবে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেলের বাংলাদেশ। প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার বাংলাদেশ, একদিনে দেড়শ সেতু উদ্বোধনের বাংলাদেশ।”
বিক্ষোভ সমাবেশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে সমবেত হন ছাত্রলীগ নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু সমাবেশে বক্তব্য দেন।
আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে: ইসি সচিব