৩৮
রাজনীতি ডেস্ক।।
সমাবেশে হামলার প্রতিবাদে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলে এ খবর নিশ্চিত করেছে।
এর আগে সমাবেশ শুরুর পর পরিস্থিতি খারাপ হলে এক পর্যায়ে বিএনপির নেতারা বক্তব্য স্থগিত রাখেন। পরে দলটির সিনিয়র নেতারা কার্যালয়ের ভিতরে অবস্থান নেন।
এদিকে সকাল থেকেই বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। বিভিন্ন এলাকায় পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আরও পড়ুন: বিএনপিকে পাহারায় রাখবে আওয়ামী লীগ