সোমবার, মার্চ ১৭, ২০২৫

সরকার ভর্তুকির ধারণা থেকে সরে আসতে চায় : প্রধানমন্ত্রী

শুরুতে বিদ্যুৎ ও পানিতে ভর্তুকি তুলে দেওয়া হবে। গ্রাহকের এলাকা, আয় ও পারিবারিক অবস্থান— এই তিন দিক বিবেচনা করে বিদ্যুৎ ও পানির দাম ঠিক করা হবে।

by ঢাকাবার্তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা হয়। ছবি : পিআইডি

বিশেষ প্রতিনিধি ।। 

সরকার ভর্তুকির ধারণা থেকে সরে আসতে চায়। শুরুতে বিদ্যুৎ ও পানিতে ভর্তুকি তুলে দেওয়া হবে। গ্রাহকের এলাকা, আয় ও পারিবারিক অবস্থান— এই তিন দিক বিবেচনা করে বিদ্যুৎ ও পানির দাম ঠিক করা হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আজকের একনেক সভায় ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকার ব্যয়সংবলিত ৪৪টি প্রকল্প পাস হয়। এটি এক একনেক সভায় রেকর্ডসংখ্যক প্রকল্প পাসের ঘটনা। এসব প্রকল্পে সরকারি অর্থায়ন হবে ৩০ হাজার ১২৩ কোটি টাকা এবং বিদেশি ঋণ হিসেবে পাওয়া যাবে ৭ হাজার ৫৭৯ কোটি টাকা। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দেবে ১ হাজার ৬৩৯ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, পরিকল্পনাসচিব সত্যজিৎ কর্মকার প্রমুখ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net