খেলা ডেস্ক।।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪২ ওভারে ১৯৬/৮
৩৬৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসে ক্রিস ওকসের করা প্রথম ওভারেই টানা তিন চার লিটন দাসের। প্রথমটি মিডউইকেটে পরেটি কাভারে এবং শেষ শটটি স্কয়ার লেগে খেলেন।
অবশেষে রশিদের উইকেট
নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন। আজ নিজের নবম ওভারে এসে উইকেটের দেখা পেলেন আদিল রশিদ। তাঁর গুগলি একেবারেই বুঝতে পারেননি মেহেদী হাসান। মিস করে বোল্ড। বাংলাদেশের বাকি ২ উইকেট।
ফিফটির আগে হৃদয়ের বিদায়
ফিফটিটা পেলেন না হৃদয়।
৪০তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসেই তাঁকে ফেরালেন লিয়াম লিভিংস্টোন। সামনে ডানহাতি বলে লেগ স্পিন করেছেন লিভিংস্টোন। ড্রিফটের পর হালকা টার্ন করে বেরিয়ে যাচ্ছিল, তাতে খোঁচা মেরেছেন হৃদয়। ৬১ বলে ৩৯ রান তাঁর।
ফিফটির পরই মুশফিকের বিদায়
শটে টাইমিং হয়েছে ভালো। তবে সেটি সরাসরি গেছে ডিপ থার্ডে থাকা আদিল রশিদের হাতে। রিস টপলির শর্ট বলে আপার কাট করতে গিয়ে ক্যাচ দিয়ে থামলেন মুশফিকুর রহিম। বাংলাদশের পরাজয় বেশ কিছুক্ষণ ধরেই সময়ের অপেক্ষা। হয়ত সেই অপেক্ষা কমল আরেকটু।
টপলি পেলেন তাঁর চতুর্থ উইকেট।
টপলির শিকার ৩
ইংল্যান্ডের দল পেস-হেভি। বেন স্টোকস ছাড়াই স্কোয়াডে আছেন ছয় জন পেসার। আজ বাংলাদেশ স্পিনে শক্তি বাড়ালেও ইংল্যান্ড বাড়িয়েছে পেসে শক্তি। সহ-অধিনায়ক মঈন আলীকে বসিয়ে তারা দলে এনেছে রিস টপলিকে। সেই টপলি এখন পর্যন্ত বনে গেছেন ‘সুপার-চেঞ্জ’। তানজিদ হাসান, নাজমুল হোসেনের পর সাকিব আল হাসানকে ফিরিয়েছেন নিজের প্রথম ৩ ওভারের মধ্যে।
আগের ম্যাচে মার্ক উডকে শুরুতেই আনতে হয়েছিল ইংল্যান্ডের, যাঁকে মাঝের ওভারগুলোতেই বেশি করে চায় দলটি। টপলির এমন বোলিং আজ সুযোগ করে দেবে সেটি।
জুটি হলো না, সাকিবও আউট
দ্রুত দুই উইকেট হারানোয় চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন সাকিব ও লিটন। কিন্তু ষষ্ঠ ওভারে রিস টপলির দুর্দান্ত এক ডেলিভারিতে সাকিবও আউট। ৯ বলে ১ রান করে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। ২৩ বলে দুজনের ১২ রানের জুটিও ভেঙে গেল। উইকেটে লিটনের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
নাজমুলও ফিরলেন!
তানজিদ আউট হওয়ার পরের বলেই পয়েন্টে ক্যাচ দিয়ে আউট নাজমুল হোসেন (০)। দ্বিতীয় ওভারে টানা দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। উইকেটে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সঙ্গী লিটন দাস। ওভারের শেষ বলে হ্যাটট্রিকের সুযোগ ছিল টপলির। কিন্তু সাকিব তা ভালোভাবেই মোকাবিলা করেছেন।
বাংলাদেশ ৪ ওভার শেষে ২ উইকেটে ১৮।
তানজিদ আউট!
প্রথম ওভারে লিটন ভালো শুরু এনে দিলেও পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার তানজিদ হাসান। রিস টপলির বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তানজিদ করেছে মাত্র (১) রান।
আরও পড়ুনঃ সরাসরি/ ইংল্যান্ড বনাম বাংলাদেশ