বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সহিংসতা ও নাশকতা, ঢাকায় গ্রেপ্তার ১৩৮০ : ডিএমপি

by ঢাকাবার্তা
গ্রেপ্তারকৃতদের আদালতে নেওয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার ।।

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা ১৫৪টি মামলায় ১,৩৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া অনেকেই এখন রিমান্ডে। নাশকতার পেছনে অর্থায়ন এবং সহিংসতার নির্দেশদাতাদের তারা ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে।

তিনি বলেন, দুর্বৃত্তরা ঢাকায় পুলিশের ৬৯টি স্থাপনায় হামলা চালিয়েছেন। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি ট্রাফিক বক্সে।

তিনি বলেন, ‘সহিংসতায় পুলিশের যে ক্ষতি হয়েছে তা নিয়ে আমাদের উন্নয়ন বিভাগ কাজ করছে। এ পর্যন্ত ৮ কোটি ৭২ লাখ টাকার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।’

বিপ্লব কুমার সরকার

বিপ্লব কুমার সরকার

পরে সন্ধ্যায় ডিএমপি এক বিবৃতিতে জানায়, সহিংসতায় তাদের মোট ৬১ কোটি টাকা ক্ষতি হয়েছে।

তিনজন পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের হত্যায় জড়িতদের একজনকেও রেহাই দেওয়া হবে না।

বিপ্লব বলেন, গত কয়েকদিন ধরে ঢাকায় যে সহিংসতা ও নাশকতা হয়েছে এবং যেভাবে পুলিশ ও অন্যান্য সরকারি স্থাপনা পুড়িয়ে দেয়া হয়েছে তা কোনোভাবেই শিক্ষার্থীদের প্রতিবাদ হতে পারে না, এটা বিএনপি-জামায়াতের লোকজনই করেছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net