বিনোদন ডেস্ক।।
ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগের অনুষ্ঠানে গাইতে যাওয়া শিল্পী অরিজৎ সিং আহমেদাবাদ বিমানবন্দরে নেমেই কাণ্ড ঘটিয়েছেন। বিমানবন্দরে সাংবাদিকদের কাছে খাবার চেয়েছেন এই শিল্পী।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, শনিবার বিমানবন্দরে নামার পর অরিজিতের দিকে এক ঝাঁক সাংবাদিক এগিয়ে যান। তাদের অনুরোধ ছিল, অনুষ্ঠান নিয়ে গায়ক কিছু বলুক।
প্রথমে হাসিমুখে সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অরিজিৎ। পরে তারা নাছোড়বান্দা হলে অরিজিৎ হাসতে হাসতে বলেন, “কি বলা যায় বলুন তো? কি ইন্টারভিউ দেব বুঝতে পারছি না। খুব খিদে পেয়েছে জানেন! আপনাদের কাছে কিছু খাবার হবে?
গায়কের এই কথা শুনে সাংবাদিকেরাও হেসে ফেলেন।
সিনেমায় প্লেব্যাক করার মুম্বাইয়ে ব্যস্ত সময় কাটাতে হয় তাকে। তবে পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে নিজের বাড়িতে বাবা-মা, স্ত্রী-সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের নিয়েই তিনি থাকেন।
আহমেদাবাদ বিমানবন্দরে অরিজিতের এই মজার কথাবার্তা জানা গেছে মাইক্রো ব্লগিং সাইট এক্সে আসা একটি ভিডিওর মাধ্যমে। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে ভাইরাল হয়েছে; অরিজিৎ অনুরাগীরা হাসি এবং ভালোবাসার ইমোজি দিয়েছেন। নেটিজেনদের বেশিরভাগেরই মন্তব্য হল, অরিজিৎ বিখ্যাত হলেও খ্যাতির মোহে ডুবে যাননি।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ আরও জমিয়ে দিতে খেলার আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সংগীতানুষ্ঠানের আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওই অনুষ্ঠান গানে গানে মাতিয়ে দেন অরিজিৎ সিং, শংকর মহাদেবন ও সুখবিন্দর সিং।তবে ম্যাচের আগে হওয়া গানের অনুষ্ঠানটি টিভিতে প্রচার করা হয়নি। কেবল যারা মাঠে ছিলেন তারাই অনুষ্ঠান উপভোগ করেছেন।
মঞ্চে গিটার হাতে যন্ত্রীদের নিয়ে অরিজিৎ গেয়েছেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ‘তুম ক্যায় মিলে’, ‘জাওয়ান’ সিনেমার ‘চাল্লেয়া’, ‘জিতেগা জিতে গা ইন্ডিয়া জিতেগা’সহ তার আরও কয়েকটি সাড়া জাগানো গান।
আরও পড়ুনঃ মুম্বাই এসে মনে হলো সমুদ্রে এসে পড়েছি —পৌলমী গাঙ্গুলী