শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালন নিশ্চিত করার আহ্বান সিপিজের

by ঢাকাবার্তা
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস

ঢাকাবার্তা ডেস্ক  ।। 

গণমাধ্যমগুলো যাতে নিরাপদে ও মুক্তভাবে কোটা সংস্কারের দাবিতে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে পারে, তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

গতকাল বুধবার সিপিজে এশিয়ার টুইটারে দেওয়া এক পোস্টে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠনটি এ আহ্বান জানিয়েছে।

চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে সম্প্রতি আন্দোলন শুরু করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার এই আন্দোলন প্রাণঘাতী রূপ নেয়। ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয়জন নিহত হন। এ ছাড়া গত কয়েক দিনে সাংবাদিকসহ অনেকে আহত হন।

সর্বশেষ গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের লক্ষ্য করে দফায় দফায় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। বিকেলে মলচত্বর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের সঙ্গে ছররা গুলিও নিক্ষেপ করেছে তারা।

এ সময় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নানসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনের মতো সাংবাদিকও রয়েছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net