সোমবার, মার্চ ১৭, ২০২৫

সাংবাদিক মিথিলা ফারজানাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ

পদটি হবে গ্রেড-৫ বা উপসচিব পদমর্যাদার

by ঢাকাবার্তা ডেস্ক
সাংবাদিক মিথিলা ফারজানাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ

ঢাকাবার্তা ডেস্ক।।

একাত্তর টেলিভিশনের সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে (মিথিলা ফারজানা) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক/কাউন্সেলর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

পদটি হবে গ্রেড-৫ বা উপসচিব পদমর্যাদার। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

 

আরও পড়ুন: শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের, প্রাণহানিতে উদ্বেগ

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net