বাণিজ্য ডেস্ক।।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকসহ (এসবিএসি) দেশের কয়েকটি ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে সেই টাকা বিদেশে পাচার করেছেন সাউথ বাংলার সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এমন তথ্যই উঠে এসেছে।
২০২২ সালের জানুয়ারিতে আমজাদ হোসেনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় গত ৩০ অক্টোবর আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া যুক্তরাষ্ট্রসহ চারটি দেশে আমজাদের বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়ে তা জব্দ করতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুদক। দেশেও জব্দ রয়েছে তার প্রায় এক হাজার ব্যাংক অ্যাকাউন্ট।
দুদক সূত্র জানায়, ২০১৩ সালে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) প্রতিষ্ঠার পর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ‘লকপুর গ্রুপ’র চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে তিনি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক থেকেই ঋণ নেন ২৬৩ কোটি টাকা। এছাড়া সরকারি ও বেসরকারি অন্যান্য ব্যাংক থেকে সব মিলিয়ে ঋণ নেন প্রায় এক হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে দুদকে আসা তথ্য বলছে, বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে নামে-বেনামে ঋণ নিয়ে এসব অর্থ বিদেশে পাচার করেছেন তিনি।
গত ৩০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেছেন দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান। পাচার করা অর্থ নিয়েও দুদক অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।
দুদকের তথ্য অনুযায়ী, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন নিজের স্বার্থে জালিয়াতির মাধ্যমে তার কর্মচারীদের নামে ২২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেনর। ব্যাংকটির বিজনেস ডেলিগেশন অনুযায়ী, শাখার কর্মকর্তাদের এসওডি ঋণ মঞ্জুর করার ক্ষমতা না থাকলেও প্রতিটি এসওডি ঋণের অনুমোদন তৎকালীন ব্র্যাঞ্চ ম্যানেজার ও শাখার সেকেন্ড অফিসারের মাধ্যমে প্রদান করা হয়েছে। এছাড়া, ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে জাল কাগজে আরও প্রায় ৮ কোটি টাকা আত্মসাৎ করায় ব্যাংকটির চেয়ারম্যান আমজাদ হোসেনসহ প্রায় ১০ ব্যক্তির বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট দেওয়া হয়। এছাড়া তার নামে দেশের ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, ইউসিবিএল, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক-সহ ১৩টি ব্যাংকে থাকা প্রায় এক হাজার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আমজাদ বর্তমানে বিদেশে পালিয়ে আছেন।