শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সাকিবদের সেই লজ্জা এখন শ্রীলঙ্কার

বৃহস্পতিবার ভারতের কাছে ৩০২ রানে পরাজিত হয় শ্রীলঙ্কা

by ঢাকাবার্তা ডেস্ক
সাকিবদের সেই লজ্জা এখন শ্রীলঙ্কার

খেলা ডেস্ক।।

বিশ্বকাপে আইসিসি’র পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দলীয় সর্বনিম্ন রানের লজ্জায় ডুবলো শ্রীলঙ্কা। এতে লঙ্কানরা উদ্ধার করলো  সাকিবদের। বিশ্বকাপে নেতিবাচক এই রেকর্ডটি এতদিন ছিল বাংলাদেশের। বৃহস্পতিবার ভারতের কাছে ৩০২ রানে পরাজিত হয় শ্রীলঙ্কা। মুম্বইয়ে শুবমান গিল, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের তিন বড় অর্ধশতকে ৩৫৭ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ৫৫ অলআউট হয় ১৯৯৬’র চ্যাম্পিয়নরা। এদিন দলীয় ১৪ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে দিশা হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত দায়িত্ব নিতে ব্যর্থ হয় দলের সবাই। বল হাতে ৫ ওভারের স্পেলে ১৮ রানে পাঁচ উইকেট নেন মোহাম্মদ শামি। চলতি বিশ্বকাপে এটি শামির “দ্বিতীয় ফাইফার”।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের দেয়া বিশাল টার্গেটে স্কোর বোর্ডে কোনো রান জমা করার আগেই উইকেট খোয়ায় শ্রীলঙ্কা। ইনিংসের একবারে প্রথম বলে পেসার বুমরাহ এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন পাথুম নিশাংকাকে। পরের ওভারে মোহাম্মদ সিরাজের বলে দলীয় ২ রানে সাজঘরে ফেরেন দিমুথ করুনারত্নে। এরপর একে একে দ্রুতই সাজঘরের পথ ধরেন কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা ও দুশান হেমন্তা। প্রথম পাওয়ার প্লে-তে ৯.৪তম ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ভয়াবহ ১৪/৬-এ। মোহাম্মদ সিরাজ তিনটি ও মোহাম্মদ শামি নেন দুই উইকেট। অপর উইকেটটি আরেক পেসার জসপ্রিত বুমরাহর শিকার। নিশাংকা সহ গোল্ডেন ডাক মারেন তিন জন। প্রথম বলেই উইকেট দেন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে ও দুশান হেমন্তা। পরে আরো দুই উইকেট নেন শামি। এতে ২৯/৮ সংগ্রহ নিয়ে ভয়াবহ রেকর্ডের মুখে পড়ে ১৯৯৬’র চ্যাম্পিয়নরা। তবে লেজের জোরে সেই রেকর্ড এড়ায় শ্রীলঙ্কা।

 

বিশ্বকাপে কাপে দলীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডটি কানাডার। ২০০৩ বিশ্বকাপে পার্লে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ৩৬ রানে অলআউট হয়েছিল আইসিসি’র সহযোগী দেশটি। দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডও কানাডার। ১৯৭৯ বিশ্বকাপে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ৪৫ রানে। বিশ্বকাপে ৪৫ রানে অলআউট হওয়ার নজির রয়েছে আরো একটি। ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৫ রানে অলআউট হয় আইসিসি’র আরেক সহযোগী দেশ নামিবিয়া। তবে আইসিসি’র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে দলীয় সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল বাংলাদেশের। ২০১১ বিশ্বকাপে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল।

 

আরও পড়ুন: পাকিস্তানের সেমিফাইনালের আশা টিকিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net