শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

‘সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার, এতে আসলে আমাদের কিছু যায়-আসে না’

নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছেন সাকিব। ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স বরারই উজ্জ্বল

by ঢাকাবার্তা ডেস্ক
‘সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার, এতে আসলে আমাদের কিছু যায়-আসে না’

খেলা ডেস্ক।।

বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে ওঠার মতো ক্রিকেটার তিনি। তাকে খোলসের মধ্যে রাখতে কী পরিকল্পনা করছে ভারত? এমন প্রশ্ন করা হয়েছিল তাদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা বোলিং কোচ পরশ মামব্রের কাছে।

নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছেন সাকিব। ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স বরারই উজ্জ্বল। ২০০৭ সালে নিজের প্রথম বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতকে হারায় বাংলাদেশ। ওই ম্যাচে তরুণ সাকিব ৫৩ রানের ইনিংস খেলে চমকে দেন সবাইকে। পরের চার বিশ্বকাপেও ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল ধারাবাহিক।

এবার সাকিব কী করেন, সেটা দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে চোট পাওয়ায় তাকে ভারতের বিপক্ষে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অবশ্য মঙ্গলবার অনুশীলনে এসে সাকিব ফিটনেস ফিরে পাওয়ার আভাস দেন। বাঁহাতি ব্যাটার দিব্যি নেটে বল উড়িয়েছেন এদিক-সেদিক। তবে মাঠে না নামা পর্যন্ত তাকে নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এজন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বুধবার সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে ভারতের পেস বোলিং কোচ মামব্রে বলেছেন, ‘সত্যি বলতে, তাকে (সাকিব) নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরা সবাই জানি, সে কতটা ভালো খেলোয়াড়। বাংলাদেশের জন্য কতটা সফল সে। সে চ্যাম্পিয়ন খেলোয়াড়। বেশ সামর্থ্যবান। দলের হয়ে ব্যাটিং করতে পারে। বোলিং করতে পারে। পাওয়ার প্লে’তেও বোলিং করে। বেশ ভালোমানের বোলার যাকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। তবে এতে আসলে আমাদের কিছু আসে-যায় না। আমরা ভাববো কীভাবে প্রস্তুতি নিতে পারি, কীভাবে পরিকল্পনা কাজে লাগাতে পারি। এর বাইরে কিছু নয়।’

সাকিব নিয়মিত আইপিএল খেলেন। ভারতীয় কন্ডিশন তার খুব ভালো চেনা। ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তিনিই সবচেয়ে সফল। ভারতের বিপক্ষে ২২ ওয়ানডেতে ৭৫১ রান আর ২৯ উইকেট নিয়ে সবার ওপরে। তাছাড়া বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের কিছুটা দুর্বলতা তো আছেই। যদিও বিষয়টি মানতে নারাজ ভারতীয় এই কোচ, ‘দেখুন, যখন আপনি ব্যাটার হিসেবে খেলবেন, কখনোবা কোথাও আপনাকে কারও বিপক্ষে খেলতেই হবে। যদি আপনি ম্যাচ-আপের দিকে তাকান, কিছু ম্যাচ-আপ আপনাকে বলবো সে এটার বা ওই খেলোয়াড় বা বিশেষত বোলারের বিপক্ষে দুর্বল। কিন্তু আমার মনে হয় না এমন কোনও আলাপ আমাদের ভেতর হয়েছে।’

ভারতের পেস বোলিং কোচ বাংলাদেশের পেস আক্রমণ নিয়েও স্তুতি ছড়ালেন। বিশেষ করে তাসকিনকে প্রশংসায় ভাসালেন মামব্রে, ‘তাসকিন শেষ কয়েক বছরে যা করে দেখিয়েছে সেটা আমরা সবাই দেখেছি। আমি মনে করি, বিশ্বে ছড়িয়ে থাকা ভালোমানের দ্রুতগতির বোলারদের মধ্যে সেও একজন। সে ভালো খেলেছে, পারফর্ম করেছে ভিন্ন ভেন্যুতে, ভিন্ন আবহাওয়াতে। পাশাপাশি বাংলাদেশেও। কারণ, সেখানে পারফর্ম করা সহজ নয়। পেসারদের জন্য বলার মতো কিছু থাকে না। কিন্তু সে যা করেছে সত্যিই ভালো বোলারের পক্ষে করা সম্ভব।’

তিনি আরও বলেছেন, ‘বাকিদের নিয়ে যেটা বলবো, আপনি যখন আন্তর্জাতিক দলের স্কোয়াডে থাকবেন, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবেন, তার মানে আপনি অন্যদের চেয়ে আলাদা, ভালো। ওদের স্পিনাররাও কিন্তু বেশ ভালো। দলে দুজন মেহেদী রয়েছে। দুজনই স্পিনার। তারা ভালো করছে। স্কোয়াড বেশ ভালো এবং তাদের বোলিং অ্যাটাকও।’

 

আরও পড়ুনঃ বাংলাদেশের বিপক্ষে উইনিং কম্বিনেশন ভাঙবে না ভারত

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net