খেলা ডেস্ক।।
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে ফর্মে নেই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ৪ ম্যাচ খেলে তার সংগ্রহ মাত্র ৫৬ রান। এর মধ্যে আচমকাই দেশে ফেরেন তিনি। ছোটবেলার কোচ নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে হোম অফ ক্রিকেটে দুই দিন অনুশীলন করেন এই অলরাউন্ডার। এটা নিয়ে চারদিকে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। তবে তাসকিন আহমেদ বলেছেন, সাকিব নিয়ম মেনেই দেশে এসেছিলেন।
আগামীকাল ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হওয়া তাসকিনকে শুরুতেই সাকিবকে নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে তিনি বলেন সাকিবের দেশে ফেরা দলের উপর কোনো প্রভাব ফেলেনি। বরং সাকিবের আরও প্রশংসা করা উচিত বলে মনে করেন তিনি। তাসকিন বলেন, ‘আসলে এটা তেমন প্রভাব ফেলেনি। উনি ফেরার পর দলের সবার খুব ভালো সময় কেটেছে।
উনি কিছু উন্নতির জন্য গিয়েছিল, নিজের প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যাট করছিলেন না। নির্দিষ্ট অনুশীলন করতে চেয়েছেন আমাদের দলের জন্য ভালো কিছু করতে। আমাদের এটার প্রশংসা করা দরকার। উনি টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সঙ্গে কথা বলেই গেছে। আমাদের ওই দিন রেস্ট ডে ছিল। অফিশিয়াল অনুশীলনে উনি আছেন এখানে। আমার মনে হয় আরও বাহবা দেওয়া দরকার। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এটা প্রভাবও রাখছে না। ’
আরও পড়ুন: সাকিব চলে গেছেন আজ, বিসিবি সভাপতি যাবেন কাল