শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান

নিউজিল্যান্ডের কাছে টানা চার ম্যাচ পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে পাকিস্তান। অবশ্য এই জয়ে আবার লজ্জার হোয়াইটওয়াশও এড়িয়েছে সফরকারীরা।

by ঢাকাবার্তা ডেস্ক
সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান

খেলা ডেস্ক।।

নিউজিল্যান্ডের কাছে টানা চার ম্যাচ পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে পাকিস্তান। অবশ্য এই জয়ে আবার লজ্জার হোয়াইটওয়াশও এড়িয়েছে সফরকারীরা। পাকিস্তান পঞ্চম ও শেষ ম্যাচ জিতেছে ৪২ রানে।

ক্রাইস্টচার্চে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শাহীন আফ্রিদি। যার পেছনে মূল কারণ ছিল চতুর্থ ম্যাচেও উইকেটটি ব্যবহৃত হওয়ায়। ফলে পুরনো পিচে পরে স্পিন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এমন একটা অনুমান ছিল তার। যা পরে ঠিকই কাজে দিয়েছে অধিনায়কের। ১৩৫ রানের লক্ষ্য দিয়ে স্পিনত্রয়ী ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ ও উসামা মির মিলিতভাবে ৬ উইকেট নিয়ে কিউইদের ১৭.২ ওভারে ৯২ রানে ধসিয়ে দিতে অবদান রেখেছেন। যা নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর! ২৪ রানে ৩টি উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন অফস্পিনার ইফতিখার আহমেদ। ম্যাচসেরাও তিনি। ২৭৫ রান নিয়ে সিরিজসেরা ফিন অ্যালেন। ১৮ রানে দুটি নিয়েছেন বামহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। পেসার শাহীন আফ্রিদিও ২০ রানে দুটি উইকেট নিয়েছেন। একটি করে নিয়েছেন জামান খান ও উসামা মির।

শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও ৮ উইকেটে ১৩৪ রান পর্যন্ত পৌঁছাতে সংগ্রাম করতে হয়েছে পাকিস্তানি ব্যাটারদের। কারণ অসমান পিচে ভোগান্তিতে পড়েন তারা। প্রথম ওভারে শূন্য রানে আউট হন অভিষেক ম্যাচ খেলতে নামা হাসিবউল্লাহ খান। পরে ধাক্কা সামাল দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান-বাবর আজম। দলের ৫৩ রানে বাবর (১৩) আউট হলে ভাঙে দলের সর্বোচ্চ এই জুটি। তার পর ইনিংসটাকে দিশা দেওয়ার চেষ্টা করেছেন রিজওয়ান-ফখর জামান। ৩৫ রানের ঝড়ো জুটিতে দলকে এগিয়ে নেওয়ার কাজটা করছিলেন তারা। দুই ব্যাটারের মধ্যে ফখর ছিলেন বেশি আগ্রাসী। ১৬ বলে ৪ ছক্কা ও ১ চারে ৩৩ রান করা এই ব্যাটারকে আউট করে জুটি ভেঙেছেন দেন সাউদি। তার পর সফরকারীরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। সেভাবে অবদান রাখতে পারেননি কেউ। প্রান্ত আগলে থাকা রিজওয়ানও আউট হয়ে যান কিছুক্ষণ পর। ৪ চারে ৩৮ বলে ৩৮ রানে ফিরেছেন তিনি।

শেষ দিকে শাহিবজাদা ফারহানের ১৪ বলে ১৯ ও আব্বাস আফ্রিদির ৬ বলে অপরাজিত ১৪ রানে স্কোর ১৩৪ রান পর্যন্ত গেছে।নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ইশ সোধি।

 

আরও পড়ুন: পাকিস্তান ঘুরছে শুধু হারের বৃত্তে

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net