সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

সাবেক অর্থ উপমন্ত্রী ফখরুল ইসলাম মারা গেছেন

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল তার বাবার মৃত্যু খবরটি নিশ্চিত করেন।

by ঢাকাবার্তা
এএফএম ফখরুল ইসলাম মুন্সী

প্রতিনিধি, কুমিল্লা ।।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের নেতা, সাবেক অর্থ উপ-মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এপি গ্রুপের চেয়ারম্যান, দেবীদ্বার উপজেলার বনকুট গ্রামের কৃতি সন্তান এএফএম ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল তার বাবার মৃত্যু খবরটি নিশ্চিত করেন। ২১ অক্টোবর শনিবার ভোর সকাল ৪ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো- ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুল সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।

সন্তানের সঙ্গে ফখরুল ইসলাম

সন্তানের সঙ্গে ফখরুল ইসলাম

তার প্রথম জানাযা নামাজ দেবীদ্বার উপজেলার নিজ গ্রামে বনকুটে দুপুর ১২ টায়,পরে ২য় জানাযা বাদ যোহর রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, তৃতীয় জানাযা সংসদ ভবন- বাদ আসর, চতুর্থ জানাযা গুলশান সোসাইটি মসজিদের ৬৩ নং রোড,পরে বাদ মাগরিব শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net