রাজনীতি ডেস্ক।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার এই আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এর আগে সাকিব ঢাকা ১০ ও মাগুরা ১ ও ২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবারের আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকায় সাকিবসহ একঝাঁক নতুন মুখকে সুযোগ করে দেওয়া হয়েছে।
এর আগে গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের। আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র থেকে প্রার্থীদের চূড়ান্ত একটি তালিকা এসেছে গণমাধ্যমের হাতে।
আরও পড়ুন: ঢাকা-১০ আসনে সাকিব নয়, নৌকার মাঝি ফেরদৌস