স্টাফ রিপোর্টার ।।
সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর রংপুরে নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়। নানা আয়োজনে দিনটি উদ্যাপন করবেন নেতাকর্মীরা। আলাদা আলাদা কর্মসূচি ঘোষণা করেছেন জিএম কাদের ও বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি আজ বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও সকাল ৯টায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এরশাদপত্নী বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি দেশ জুড়ে স্মরণসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে। আজ বেলা ৩টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির পক্ষ থেকে ‘পল্লীবন্ধুর স্মরণ সভা ও দোয়া মাহফিল’ আয়োজন করা হয়েছে।