বিনোদন ডেস্ক।।
২৭শে অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সায়মা স্মৃতি অভিনীত ছবি ‘যন্ত্রণা’। এটি পরিচালনা করেছেন আরিফুল ইসলাম আরিফ। এ সিনেমায় আদর আজাদের বিপরীতে অভিনয় করেছেন সায়মা। এ নায়িকা বেশ আশাবাদী ছবিটি নিয়ে। তিনি গনমাধ্যমকে বলেন, প্রথম সিনেমায় আমি আমার পরিচালক ও সহশিল্পীদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তারা আমাকে এই সাপোর্ট না দিলে হয়তো ভালোভাবে কাজ করতে পারতাম না। সবার চেষ্টায় সুন্দর একটি সিনেমা হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি আরও বলেন, অনেক কষ্ট করে আমরা সবাই ছবিটির শুটিং করেছি। নিজের শতভাগ দিয়েই এখানে কাজ করেছি।
তাছাড়া এটা আমার প্রথম ছবি। তাই একটু ভয় তো লাগছেই। ভয়ের সঙ্গে আনন্দও কাজ করছে। অপেক্ষায় ছিলাম ছবিটি মুক্তির। এবার ২৭শে অক্টোবর সেটা হচ্ছে। এখন দর্শক ছবিটি দেখলেই সার্থকতা। এদিকে ইতিমধ্যে আরও দু’টি সিনেমার কাজ শেষ করেছেন সায়মা। সেগুলোও সামনে মুক্তি পাবে। একটি নতুন ছবিতেও সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। স্মার্ট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘যন্ত্রণা’। সায়মা স্মৃতি ও আদর আজাদ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মানসী প্রকৃতি। বিভিন্ন চরিত্রে আরও আছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভীন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।
আরও পড়ুনঃ কোয়েল-মিমিদের টপকে এগিয়ে জয়া